আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার মতো পুল শট মারছে ছয় বছরের নাবালিকা। পাকিস্তানের ছয় বছরের বাচ্চা মেয়েটির ওই পুল শট মারার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন আইসিসি আম্পায়ার রিচার্ড কেটেলবরো।
জানা গেছে ওই নাবালিকার নাম সোনিয়া। পুল শটের পাশাপাশি স্ট্রেট ড্রাইভ মারতেও দেখা গেছে মেয়েটিকে। নেটিজেনরা বাচ্চা মেয়েটির ব্যাটিং দক্ষতা ও ক্রিকেটের প্রতি ভালবাসা দেখে মুগ্ধ। নেটিজেনরা বলেই ফেলেছেন এরকম পুল শট তো ভারত অধিনায়ক রোহিত শর্মা মারেন।
ভিডিওয় দেখা গেছে এক ব্যক্তি বল করে চলেছে। আর বাচ্চা মেয়েটি একের পর এক শট মেরেই চলেছে। ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করে ইংরেজ আম্পায়ার কেটেলবরো লিখেছেন, ‘পাকিস্তানের ছয় বছরের প্রতিভা সোনিয়া খান রোহিত শর্মার মতো একের পর এক পুল শট মেরে চলেছে।’
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ১ মিলিয়ন মানুষ দেখেছে। ১২ হাজারের বেশি লাইক পেয়েছে। অনেকেই মজার মজার মন্তব্য করেছে।
এটা ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে দুরন্ত ইনিংস খেলেছিলেন রোহিত। ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন। কিউয়িদের হাত থেকে ম্যাচ একাই ছিনিয়ে নিয়েছিলেন ভারত অধিনায়ক। এবার শুরু হচ্ছে আইপিএল। ভক্তরা রোহিত ঝড়ের অপেক্ষায়।
