আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু বহু প্রতীক্ষিত কোটিপতি লিগ। এই লিগ থেকে কোটি কোটি টাকা উপার্জন ভারতীয় ক্রিকেট বোর্ডের। প্রচুর প্রতিভা উঠে আসে। কিন্তু প্রতিবার আইপিএল শুরুর আগে দেশ বনাম ফ্র্যাঞ্চাইজির মধ্যে লড়াই প্রকাশ্যে আসে। এবারও অন্যত্র নয়। চোটের জন্য আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচে নেই যশপ্রীত বুমরা। এবার প্রথম থেকেই আছেন মহম্মদ সামি। কিন্তু আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ এই সিরিজ। তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইপিএল ফাইনালের ২৫ দিন পরে শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। পরের দু'মাস ধরে নজর থাকবে বুমরা, সামি এবং অন্যান্য পেসারের দিকে। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করতে পারলে আইপিএলের সময়সীমা কিছুটা কমিয়ে দেওয়া হত। কিন্তু সেটা না হওয়ায় দু'মাসব্যাপী চলবে লিগ। এখনও পর্যন্ত এনসিএর মেডিক্যাল দলের থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি বুমরা। জানুয়ারির পর থেকে আর মাঠে নামেননি তারকা পেসার। অন্যদিকে ১৪ মাস পর মাঠে ফিরে কিছুটা ছন্দ ফিরে পান মহম্মদ সামি। তবে বোর্ডের মেডিক্যাল টিম নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। নিজেদের কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে চায় তাঁরা। নির্বাচকদের জানিয়ে দেওয়া হয়, সংশ্লিষ্ট প্লেয়ার ক্লিনিক্যালি ফিট। কিন্তু সে আদৌ ম্যাচ ফিট কিনা সেটা জানানো হয় না। গত এক বছর ধরে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে ফোকাস করছে বোর্ড। কিন্তু আইপিএলের ক্ষেত্রে সেটা মানা হয় না। দুই মাসের জন্য একটি প্লেয়ারের পেছনে প্রচুর অর্থ খরচ করে ফ্র্যাঞ্চাইজিরা। তাই জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমি ফিট ঘোষণা করলে তাঁকে না খেলানোর প্রশ্ন ওঠে না। বুমরার পাশাপাশি অর্শদীপের রিহ্যাব চলছে। ইংল্যান্ড সিরিজের কথা ভেবে এবার আইপিএলেও বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর রাখার কথা বলা হয়েছে।
