আজকাল ওয়েবডেস্ক: মেগা নিলামের আগে ফাফ ডু'প্লেসিকে ছেড়ে দেওয়ার পর নেতৃত্বের জন্য বিরাট কোহলির শরণাপন্ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু রাজি হননি তারকা ক্রিকেটার। তার এককালীন সতীর্থ মনে করেন, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। এবি ডি'ভিলিয়ার্স দাবি করেন, ভবিষ্যতের কথা ভেবেই আবার নতুন করে আরসিবির অধিনায়ক হতে চাননি বিরাট। নেতৃত্ব ফিরিয়ে নিতে রাজি হলেও, বেশিদিন সেই দায়িত্বে থাকতে পারতেন না। খুব বেশি হলে আরও ২-৩ বছর খেলবেন কোহলি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভেবেই রজত পতিদারকে অধিনায়ক করার বিষয়ে সম্মতি দেন বিরাট। 

আইপিএলের ১৮তম সংস্করণ শুরুর আগে তেমনই দাবি করেন কোহলির এককালীন সতীর্থ। ডি'ভিলিয়ার্স বলেন, 'নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছেন অ্যান্ডি ফ্লাওয়ার। আমার মনে হয়, ওরা নতুন একজনকে অধিনায়ক করতে চেয়েছিল। আমি নিশ্চিত ওরা বিরাটের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে, এবং ও সেটা মেনে নিয়েছে। আমার মনে হয় না কোহলি ফিরিয়ে দিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ও এই সিদ্ধান্তের পক্ষে।' রজতের নাম ঘোষণা করার পর অনেকেই অবাক হয়ে যায়। কারণ শোনা গিয়েছিল, অধিনায়ক হিসেবে ফিরতে পারেন কোহলি। তবে ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেয় আরসিবি। যার বাহবা দেন প্রাক্তন প্রোটিয়া তারকা। ডি'ভিলিয়ার্স বলেন, 'বিরাট পরিণতবোধ দেখিয়েছে। এর আগে ওর অধিনায়ক হওয়ার ইচ্ছে ছিল। আমার মতে আরসিবির ভবিষ্যতের জন্য এটাই সেরা সিদ্ধান্ত।' পতিদারকে অধিনায়ক করার সিদ্ধান্ত শেষপর্যন্ত কতটা কার্যকরী হবে, সেটা সময়ই বলবে।