আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি পেছনে ফেলে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ক্রিকেটাররা। প্রথম দল হিসেবে প্র্যাকটিস শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার বিকেলে ইডেনে প্রস্তুতি শুরু করে দেবে গতবারের চ্যাম্পিয়নরা। সোমবার রাত থেকে ক্রিকেটাররা কলকাতায় আসতে শুরু করেছে। মঙ্গলবার অনেকেই চলে এসেছে। এদিন দুপুরে কলকাতায় চলে এসেছেন নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে। বিদেশিদের মধ্যে চলে এসেছেন কুইন্টন ডি কক, আনরিচ নোখিয়া। এছাড়াও স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যেই শহরে হাজির রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, লাভনীত সিসোদিয়া। চলে এসেছেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। বুধবার সকাল এবং দুপুরের মধ্যে আরও অনেকেই চলে আসবে। তাঁদের নিয়ে শুরু হয়ে যাবে প্রস্তুতি। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'আমরা বুধবার থেকে প্রস্তুতি শুরু করে দেব। কয়েকজন আন্তর্জাতিক তারকাকে পাওয়া যাবে না। কারণ সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে। তাঁরা সেখানে খেলেছে। কয়েকজন ভারতীয় তারকাও থাকবে না। তবে বেশিরভাগ ক্রিকেটার চলে আসবে। তাঁদের নিয়েই আমরা শুরু করে দেব।' 

দশ বছর পর আইপিএল জিতেছে কেকেআর। অধিনায়ক গৌতম গম্ভীরের পর মেন্টর গম্ভীরের হাত ধরে। তবে এবছর নেই গৌতি। টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে নাইটদের প্রাক্তন মেন্টর। তবে গতবছরের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য নাইটদের। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'ঘরের মাঠে ফেরার অনুভূতি আলাদা। সমর্থকরা থাকবে। দারুণ অনুভূতি হয়। গত বছর কলকাতা নাইট রাইডার্স সাফল্য পেয়েছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইব। এবার আলাদা মোটিভেশন আছে।' বুধবার সকালে চলে আসবেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোভমান‌ পাওয়েল এবং মঈন আলি। কয়েকজন ভারতীয় ক্রিকেটারও দুপুরের মধ্যে কলকাতায় পা রাখবেন।