আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে ডুবে যাওয়া এক মহিলাকে বাঁচাতে দুই পুলিশ কর্মীর খালে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লাফ দেওয়ার পর দুই পুলিশকর্মী ওই মহিলাকে বাঁচাতে দৌড়োচ্ছেন। প্রায় কয়েকশ মিটার দৌড়ে গিয়ে খালের জলে ঝাঁপ দেন পুলিশকর্মীরা। তারপর দেখা যায় যে, একজন পুলিশকর্মী সাঁতার কেটে মহিলার কাছে পৌঁছেছেন। প্রায় অচৈতণ্য ওই মহিকাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন।  

ঘটনাটি উত্তরখণ্ডের হরিদ্বার জেলার রুরকি শহরের বলে জানা গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন উত্তরাখণ্ড পুলিশ।

পুলিশ জানতে পেরেছে যে, গত কয়েকদিন ধরে মানসিক চাপের কারণে এমএ পাঠরতা ওই ছাত্রী খালের জলে ঝাঁপ মেরেছিলেন। ওই মেয়েটিকে লে ঝাঁপ দিতে দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা চেঁচামিচি শুরু করেন। বিষয়টি নজর এড়ায়নি পুলিশেরও। "রুড়কি হক ১৪" দলের অংশ হিসেবে এলাকায় টহলরত অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মনোজ শর্মা এবং হেড কনস্টেবল কৃপা রাম তাৎক্ষণিকভাবে মেয়েটিকে উদ্ধারের জন্য ছুটতে থাকেন। তারপরই জলে ঝাঁপ মারেন। 

অজ্ঞান অবস্থায় মহিলাকে জল থেকে তুলে আনা হয়। দুই পুলিশকর্মীই জরুরি চিকিৎসা দেন। মেয়েটিকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর পেট থেকে জল বের করে দেন। মেয়েটির চিকিৎসা চলছে এবং পরিবারকে জানানো হয়েছে।

পুলিশকর্মীদের প্রবল সাহসিকতার জন্য প্রশংসা করা হচ্ছে। এক্স অ্য়াকাউন্টে শেয়ার করা ভিডিও-তেউত্তরাখণ্ড পুলিশ বলেছে, "এই সাহসী কাজ পুলিশের কর্তব্য এবং মানবতার উদাহরণ স্থাপন করে। স্থানীয়রা, সিটি পুলিশ ইউনিট (সিপিইউ) কর্মীদের প্রশংসা করেছেন।"

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Uttarakhand Police (@uttarakhandpolice)