আজকাল ওয়েবডেস্ক: মাদকের রমরমা কারবার নিয়ে ইতিমধ্যেই পাঞ্জাব এবং হরিয়ানা কোর্ট পাঞ্জাব সরকারকে সতর্ক করেছে। তারই মধ্যে কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু একহাত নিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। তিনি বলেন, জেলে বসেই মিলছে মাদক। আদালত যেখানে এক সপ্তাহের মধ্যে কড়া পদক্ষেপ নিতে বলেছে সেখানে জেলগুলিতে অপরাধের কারবার বাড়ছে। যদি আমার কথা মিথ্যা হয়, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। সম্প্রতি পাঞ্জাব এবং হরিয়ানা কোর্ট সরকারকে মাদকের কারবার রুখতে কঠোর পদক্ষেপ নিতে বলেছে। সীমান্ত পার দিয়ে অতি সহজেই মাদকের কারবার চলছে। এমনকি মাদকের কারবারে যুক্ত থাকার অভিযোগ উঠেছে পাঞ্জাব পুলিশের বিরুদ্ধেও। এনসিবি এবং পাঞ্জাব পুলিশকে এবিষয়ে একটি রিপোর্ট দেওয়ার কথা বলেছে আদালত। বিএসএফের একটি তথ্য থেকে দেখা যাচ্ছে চলতি বছরে প্রায় ৭৫৫ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। ৯৫ টি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। ৩৬ জন পাকিস্তানের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ টি রাইফেল এবং ৩৮ টি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। পালাতে গিয়ে ৯ জন পাকিস্তানের বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন।
