আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের মাধাপার গ্রাম বিশ্বব্যাপী ধনী গ্রামের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। কচ্ছ জেলার ভূজ শহরের নিকটবর্তী এই গ্রামে প্রায় ৭,০০০ কোটি টাকার ব্যাংক আমানত রয়েছে, যা গ্রামটিকে অর্থনৈতিকভাবে অন্যতম সমৃদ্ধশালী স্থানে পরিণত করেছে।

মাধাপার মূলত কচ্ছ সম্প্রদায়ের মানুষের দ্বারা প্রতিষ্ঠিত। এখানকার অধিকাংশ বাসিন্দা বিদেশে বসবাসকারী প্রবাসী, যারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আফ্রিকা, মধ্যপ্রাচ্যে কাজ করেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স গ্রামটিকে সমৃদ্ধশালী করেছে। মাধাপারে বর্তমানে ১৭টি ব্যাংক রয়েছে, যেখানে মাথাপিছু ব্যাংক আমানতের পরিমাণ বিশ্বের শীর্ষস্থানীয় গ্রামগুলোর একটির চেয়েও কম নয়।

মাধাপারে রয়েছে বিলাসবহুল বাড়ি, উন্নত রাস্তাঘাট, ওয়াইফাই সুবিধা, এবং আধুনিক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। গ্রামটির কৃষি ক্ষেত্রেও রয়েছে আধুনিকীকরণ, যেখানে জৈবিক চাষাবাদ এবং কৃষি প্রযুক্তির ব্যবহার চলছে।


মাধাপারের প্রবাসীরা তাঁদের আদি গ্রামকে অর্থনৈতিকভাবে উন্নত করতে বড় অঙ্কের বিনিয়োগ করছেন। এর ফলে এই গ্রামটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মাধাপার এখন শুধু ভারতের নয়, বিশ্বের অন্যান্য ধনী গ্রামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।