আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বায়ুসেনার (IAF) জাগুয়ার ফাইটার জেট স্কোয়াড্রনে প্রথম স্থায়ী মহিলা পাইলট হিসেবে ইতিহাস গড়লেন ফ্লাইং অফিসার তনুশ্কা সিংহ। শীঘ্রই তিনি তাঁর স্কোয়াড্রনে সক্রিয় দায়িত্ব পালনের জন্য রিপোর্ট করবেন। এই পদক্ষেপটি ভারতীয় বায়ুসেনার মধ্যে মহিলাদের যুদ্ধক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে এক বড় অগ্রগতি।

যদিও এর আগে মহিলা পাইলটরা প্রশিক্ষণকালীন সময়ে জাগুয়ার উড়িয়েছেন, তনুশ্কার স্থায়ীভাবে স্কোয়াড্রনে যোগদান একটি নজিরবিহীন ঘটনা। জাগুয়ার বায়ুসেনার গুরুত্বপূর্ণ ট্যাকটিকাল স্ট্রাইক এয়ারক্রাফট, যা নির্ভুল আক্রমণ করার জন্য পরিচিত।

তনুশ্কা সিংহ প্রথমে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ভাবলেও, পরবর্তীতে বায়ুসেনায় মহিলাদের জন্য উন্মুক্ত সুযোগ সম্পর্কে জেনে নিজের লক্ষ্য পরিবর্তন করেন। তিনি প্রথমে তেলেঙ্গানার ডুন্ডিগালে এয়ার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণ নেন এবং পরে হক এমকে ১৩২ এয়ারক্রাফটের ওপর বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেন।

তনুশ্কার পরিবারও সামরিক ক্ষেত্রে কর্মরত ছিলেন। তাঁর বাবা এবং ঠাকুরদা দুজনেই সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন। উত্তর প্রদেশে জন্ম হলেও, ২০০৭ সাল থেকে তিনি মাঙ্গালুরুতে বসবাস করছেন। সুরথকালে স্কুলজীবন শেষ করে তিনি মাঙ্গালুরুতে পড়াশোনা করেছেন এবং ২০২২ সালে ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক ডিগ্রি অর্জন করেন।