আজকাল ওয়েবডেস্ক: একসময়ে জাতীয় দলের হয়ে ঘাম ঝরিয়েছেন তাঁরা। কিন্তু এখন দুই তারকা পাক বোলারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন প্রাক্তন পাক স্পিনার মুস্তাক আহমেদ। ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুমকি দেন তিনি। দুই তারকা পাক ক্রিকেটারের বিরুদ্ধে ৩৫ কোটি টাকা মানহানির মামলা করবেন বলে জানান মুস্তাক। ওয়াকারের বিরুদ্ধে ২০ কোটি এবং আক্রমের বিরুদ্ধে ১৫ কোটি টাকার মামলা করবেন বলে জানান মুস্তাক।
মুস্তাক এখন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। তিনিই দুই তারকা পাক বোলারকে হুমকি দিয়ে বলেন, ''ঠিক আছে এবার তাহলে আদালতেই দেখা হবে। দ্রুত আমার আইনজীবী তোমাদের আইনি চিঠি পাঠাবে।''
একটি বেসরকারি চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত আলোচনার সময়ে অনুষ্ঠানের সঞ্চালক ফকরে আলম প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসকে সতর্ক করে দিয়ে বলেন, ''তোমরা কিন্তু সমস্যায় পড়তে চলেছো।''
মুস্তাক একটি ভিডিও পাঠিয়ে ওয়াসিম ও ওয়াকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। দুই প্রাক্তন পেসার নাকি লেগ স্পিনার মুস্তাককে উপহাস করেছেন। মুস্তাক আরও বলেন, ''ওয়াকার ইউনিসকে বলো লড়াই কেবল উচ্চতা দিয়ে জেতা যায় না। আমাকে উচ্চতা দিয়ে বিচার করলে ভুল হবে। আমি লড়তে জানি।''
মুস্তাক সরাসরি ওয়াসিম আক্রমের বিরুদ্ধে অভিযোগ আনেন, ''ওয়াসিম আক্রম আমাকে অনুশীলনে নিয়ে যেত আর আমাকে বাউন্সার দিত। আমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল। নইলে আমি পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার হতে পারতাম।''
মুস্তাকের পাঠানো ভিডিও দেখার পরে ব্যঙ্গ করে ওয়াসিম আক্রম বলেন, ''তোমাকে নাইট ওয়াচম্যান হিসেবে কখনওই বিবেচনা করা হয়নি। যখনই তোমাকে পাঠানো হয়েছিল, তখনই তুমি ডাক দেখেছো। তোমার সঙ্গে আমার আদালতে দেখা হবে মুশি।''
ওয়াকার ইউনিস সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন মুস্তাকের কাছে। ওয়াকারকে বলতে শোনা গিয়েছে, ''ভাই মুশি, আমার ২০ কোটি টাকা নেই। তাই আমি ক্ষমা চাইছি।''
ওয়াকার আরও বলেন, ''আশা রাখব তুমি তোমার মন পরিষ্কার করবে আর আমাদের ক্ষমা করে দেবে। যদি না করো, তাহলে আমাদের অন্য পন্থা জানা আছে।''
মুস্তাকের হুমকিতেও ভয় পাননি ওয়াকার ও ওয়াসিম। তাঁদের কথা শুনে স্টুডিওয় উপস্থিত দর্শকরা হাসতে শুরু করেন।
