আজকাল ওয়েবডেস্ক: গত এক মাস ধরে চলছে মহাকুম্ভ মেলা। দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা ছুটে আসছেন প্রয়োগরাজে। গঙ্গাস্নানের উদ্দেশ্য নিয়ে। তবে অনেকেই আবার নানা কারণে যেতে পারছেন না কুম্ভে। এই সমস্যার সমাধান করতেই অভিনব উপায় বার করলেন এক যুবক। এমনকি উপায়টি জানিয়ে ভিডিও করে তা সমাজমাধ্যমে পোস্ট করেছেনও তিনি। উপায়টি শুনলে চমকে উঠবেন আপনিও ...
যেতে হবে না প্রয়াগরাজে। বাড়িতে বসেই করতে পারবেন কুম্ভস্নান। শুধুমাত্র নিজের একটি ছবি পাঠাতে হবে হোয়াটস্যাপে এবং সঙ্গে পাঠাতে হবে আরও কিছু টাকা। তারপরেই আপনার ছবির প্রিন্ট আউট বার করে ত্রিবেণী সঙ্গমের জলে ডুবিয়ে নেবেন ভিডিওতে থাকা ওই যুবক। ব্যাস তাতেই হয়ে যাবে আপনার কুম্ভস্নান। ভিডিওটিতে এমনটাই জানিয়েছেন যুবক। এই ভিডিওটি আকাশ ব্যানার্জি নামক এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে শেয়ার হতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিওটিতে হু হু করে বাড়ছে ভিউ। লাইক কমেন্টসের বন্যা বয়ে গিয়েছে।
