আজকাল ওয়েবডেস্ক:‌ কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই। বৃহস্পতিবার কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। জানা গেছে, কলকাতার ভবানীপুর, আসানসোল, দুর্গাপুর, কুলটি, মালদা সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। এর মধ্যে আসানসোলে কালু নামের এক ব্যক্তি, দুর্গাপুরে সৌরভ কুমার এবং কলকাতায় এক প্রাক্তন সিআইএসএফ কর্মী শ্যামল সিংহের বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা। পাশাপাশি তাঁর মালদার রতুয়ার বাড়িতেও হানা দিয়েছেন গোয়েন্দারা। 
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে মাস্টারমাইন্ড অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠদের বাড়িতেই তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। মূলত লালার সঙ্গে এদের কী ঘনিষ্ঠতা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে এই প্রসঙ্গে, কলকাতার ভবানীপুর এলাকায় তিনটি ফ্ল্যাটে তল্লাশি অভিযানে গেছে সিবিআই।