আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর। চলতি রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। মুম্বইয়ের হয়ে কোয়ার্টার ফাইনাল খেলছেন তিনি। ইডেন গার্ডিন্সে হরিয়ানার বিরুদ্ধে ৬টি উইকেট নেন শার্দূল। প্রথম ইনিংসে মুম্বই লিড নিয়েছে। তার পিছনে অবদান রয়েছে শার্দূলের।
এদিন ৬টি উইকেট নেওয়ায় চলতি মরশুমে শার্দূলের উইকেট সংখ্যা ৩০। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার খেলেছেন তিনি। তার পর থেকে জাতীয় দলের জার্সি ওঠেনি পিঠে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কোনও দল পাননি।
চলতি মরশুমে বল হাতে ভেল্কি দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও শার্দূল ঠাকুর কিন্তু সফল। ৩৯৬ রান করে ফেলেছেন। তিনি জানিয়েছেন, জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন তিনি দেখছেন। এদিন সাংবাদিক বৈঠকে শার্দূল ঠাকুরকে বলতে শোনা গিয়েছে, ''জাতীয় দলে জায়গা পাওয়া আমার পরবর্তী লক্ষ্য। আমি এখন রঞ্জি ট্রফি খেলছি। আন্তর্জাতিক পর্যায়ে সবাই খেলতে চায়। এটা আমার মনে রয়েছে। দেশের হয়ে খেলার স্বপ্ন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভিতরের আগুন নেভে না কখনও।''
মুম্বইয়ের অলরাউন্ডার কাউন্টি ক্রিকেট খেলার কথা ভাবনাচিন্তা করছেন। অনেকটা চেতেশ্বর পূজারার মতো। কাউন্টি খেলে পূজারা জাতীয় দলের দরজা খুলেছেন। শার্দূলও তাই করার অপেক্ষায়। শার্দূল ঠাকুর বলছেন, ''আমি প্রস্তাব পেলে নিশ্চয়ই খেলব। নতুন অভিজ্ঞতা কাজে আসবে। কাউন্টি কোনও দলের হয়ে খেলার সুযোগ পেলে ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারব।'' চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আইপিএল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শেষ হলেই ইংল্যান্ড সিরিজ। সেই দিকেই তাকিয়ে কি এগোচ্ছেন শার্দূল? তিনি তো সেরকমই ইঙ্গিত দিচ্ছেন।
