সোমবার ২৪ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বিজেপি জেলা সভাপতির ঘরে তালা, প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল

দেবস্মিতা | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ১২Debosmita Mondal


মিল্টন সেন, হুগলি,৭ ফেব্রুয়ারি: খোদ দলীয় সভাপতির ঘরেই তালা ঝুলিয়ে দিলেন দলের কর্মীরা। জেলা এবং শাখা সংগঠনের কমিটি গঠন নিয়ে আবারও প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কোন্দল বাঁধল দলের যোগ্য কর্মীদের বাদ দেওয়া নিয়ে।

 

 

অভিযোগ, দলীয় কমিটিতে যোগ্য কর্মীদের পরিবর্তে অযোগ্যদের প্রাধান্য দেওয়া হয়েছে। শুক্রবার এই অভিযোগ তুলে বিজেপি সভাপতির ঘরে তালা মারলেন বিজেপির কর্মীরা। সারাদিন ধরে শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের অন্দরে চলল বিজেপি কর্মীদের বিক্ষোভ। 

 

 

শুক্রবার শ্রীরামপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের কেএমশা স্ট্রিট এলাকায় রয়েছে বিজেপির তিনতলা জেলা কার্যালয়। সেখানেই দলীয় পতাকা, পোস্টার হাতে ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপি কর্মীদের একাংশকে। ওই ভবনের তিন তলায় শ্রীরামপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদকের ঘর। সভাপতির অবর্তমানে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সভাপতির সেই ঘরে তালা ঝুলিয়ে দেন। 

 

 

 

এই প্রসঙ্গে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সুমিতা পাত্র, অসীম সাহাদের অভিযোগ, যারা পুরনো কর্মী যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে, মাঠে ময়দানে নেমে কাজ করতে তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাঁদেরকে সরিয়ে রেখে যাঁরা জেলা সভাপতির কাছের লোক, তাঁদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাইয়ে দেওয়া হচ্ছে নানান দলীয় পদ। তাঁদের অভিযোগ সভাপতি হিসেবে মোহন আদক নিজেই অযোগ্য। গত লোকসভা নির্বাচনে কবীর শংকর বোসকে প্রার্থী করা হয়েছিল। তাঁকেও কোনও কমিটিতে রাখেননি সভাপতি। অবৈধভাবে দলের কার্যকর্তা নির্বাচন করা হচ্ছে। এই নির্বাচন তাঁরা মানছেন না। তাঁদের দাবি, দলীয় সমস্ত সদস্যদের মতামত সাপেক্ষে নির্বাচন করতে হবে। এই প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি মোহন আদক জানিয়েছেন, দলের নির্বাচন প্রক্রিয়া চলছে। সেই নির্বাচন প্রক্রিয়ায় জেলা সভাপতির নাকি কোনও ভূমিকা নেই। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ও মন্ডল রিটার্নিং অফিসাররাই বিষয়টি দেখছেন। দলীয় কর্মীরা যদি সঙ্ঘবদ্ধ না থাকত, তাহলে ৭৪ হাজার সদস্য সংগ্রহ করা সম্ভব হত না। 

 

 

কারা বিক্ষোভ দেখিয়েছেন? কারা তালা মেরেছেন? তিনি জানেন না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছেন, তারা বিজেপির কেউ নন। কারণ বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল। এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন হুগলির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁই। তিনি বলেছেন, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি দলের জেলায় সংগঠন বলতে কিছুই নেই। যোগ্য অযোগ্য গুরুত্ব দেওয়া, না দেওয়া এ সবই ভাঁওতা। আসলে ওদের মধ্যে গোলমাল ভাগ বাটোয়ারা নিয়ে। কারণ, সকলেই জানে বিজেপি চরম সাম্প্রদায়িক দল। সন্ত্রাসবাদীদের দল। ভাঁওতাবাজ, গুন্ডা, তোলাবাজদের দল। খোঁজ নিলেই দেখা যাবে, ভাগ বাটোয়ারার সমস্যার কারণেই হয়তো দলীয় সভাপতির ঘরে তালা মেরেছেন কর্মীরা।

ছবি: পার্থ রাহা।


InternalConflictHooghlyBjp

নানান খবর

নানান খবর

‘বিরাটকে বড্ড ভালবাসে, ওকে ক্ষমা করে দিক’, কোহলিকে প্রণাম করে গ্রেপ্তার হওয়ার পর আবেদন ঋতুপর্ণর মায়ের

জলাশয় ভরাটের বিরুদ্ধে আন্দোলনে সামিল উপ-পুরপ্রধান, নিজেই ভাঙলেন বেআইনি পাঁচিল

‘ধর্মের রাজনীতি ছাড়া কোনও ইস্যু নেই’, বিজেপিকে তীব্র কটাক্ষ রচনা ব্যানার্জির

ভিড় এড়াতে নয়া ব্যবস্থা, শিয়ালদা স্টেশনে এবার নয়া গেট, এইদিক দিয়ে এলে মিলবে বিশেষ সুবিধা

হাবড়ায় অর্ধনগ্ন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

'জলের অপচয় বন্ধ করুন', বিশ্ব জল দিবসে হুগলিতে বিশেষ অনুষ্ঠান

'সবাই শান্তিতে থাকবেন', লন্ডন উড়ে যাওয়ার আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

কিশোর মনে মোবাইলের কুপ্রভাব এবং জ্যোতির্বিজ্ঞান, হুগলির স্কুলে দুই দিনের বিশেষ কর্মশালা

বার্ড ফ্লু-আতঙ্ক, মুর্শিদাবাদে ইফতারের পাতে পড়ছে চিকেনের বদলে মাটনের পদ 

ধস নেমে জল সরবরাহে বিপত্তি, সমস্যা সমাধানে বড় সিদ্ধান্ত হাওড়া পুরসভার

'আপনাদের মেয়েকে মেরে ফেলেছি', খুনের পর শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যু সংবাদ দিল স্বামী

ধূলাগড়ের প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধর্ষণের পর কোপ, গলায় গামছার ফাঁস জড়িয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

গৃহহীন মানুষের স্থায়ী আশ্রয়ের লক্ষ্য, চুঁচুড়া পুরসভায় এলাকায় পথ চলা শুরু 'নবজীবন'-এর

গাছ ভরে গিয়েছে মুকুলে, বেড়িয়েছে কুঁড়ি, 'আম আদমি'র ঘরে ঘরে এবছর কি সস্তায় আম?

আইপিএল লাইভ স্কোর

রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া