হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বসন্ত পঞ্চমী তথা, সরস্বতী পুজো। এদিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। কেউ কেউ আবার এই দিনটিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলে থাকেন। শাড়ির আঁচলে বাঁধা পড়ে অনেক পাঞ্জাবির মন। তবে এটির কিন্তু একটি বিশেষ কারণ আছে। বসন্ত পঞ্চমীর দিন কামদেব এবং দেবী রতির পুজো হয়। তাই যাঁরা পড়াশোনা থেকে পরীক্ষা হোক বা প্রেম থেকে বিয়েতে সাফল্য চাইছেন তাঁরা বসন্ত পঞ্চমীর দিন এই ৯ টোটকার একটি করতে পারেন। সাফল্য পিছু ছাড়বে না। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। ছবি- এআই দ্বারা নির্মিত
2
10
সন্তান পড়াশোনায় সাফল্য অর্জন করুক, এটা চাইলে নিমডাল অথবা সোনার সূঁচ মধুতে ডুবিয়ে সেটা দিয়ে সন্তানের জিভে 'এ' অক্ষরটি লিখুন। ছবি- এআই দ্বারা নির্মিত
3
10
পছন্দের মানুষ বা আজকালকার ভাষায় 'পসন্দিদা আদমি/ঔরত'কে নিজের দিকে আকর্ষিত করতে চাইলে কামদেবের এই বিশেষ মন্ত্র পাঠ করুন। বলুন, 'ওম নমঃ ভগবতে কামদেবায় যস্য যস্য দৃশ্য ভাবামি, যশ্চ যশ্চ মামা মুখম পাচিতি তাত মহায়াতু স্বাহা।' এই মন্ত্র পাঠ করবেন যখন তখন হাতে অবশ্যই হলুদ ফুল রাখবেন। এই ফুলটি দোলপূর্ণিমার দিন পর্যন্ত সাবধানে রেখে দেবেন। দোলের দিন জলে ভাসিয়ে দেবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
4
10
বিবাহিত জীবন অশান্তিতে জেরবার? শান্তি আনতে বসন্ত পঞ্চমীর দিন কামদেব এবং দেবী রতির পুজো করুন। এছাড়া হলুদ বস্ত্র পরে ১০৮ বার জপ করুন এই মন্ত্র, 'ওম কামদেবায় বিদমহে পুষ্পবানায় ধীমহি তন্ন অনঙ্গ প্রাচোদায়াত।' ছবি- এআই দ্বারা নির্মিত
5
10
পছন্দের মানুষের মন পেতে বা তাঁকে জীবনসঙ্গী বানাতে চাইলে, বা স্বামী/স্ত্রী আপনার উপর রেগে থাকলে তাঁর রাগ ভাঙাতে একটি সাদা কাগজে সিঁদুর দিয়ে কলি লিখে সঙ্গীর আলমারিতে রেখে দিন। যখন সঙ্গীর রাগ গলে যাবে বা আপনাকে মন দেবে তখন এই কাগজ জলে ভাসিয়ে দিন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
10
আপনার সন্তানের বয়স যদি ২ বা ২.৫ বছর হয়ে গিয়ে থাকে, তাকে এই বছর থেকেই স্কুলে পাঠাবেন বলে ভেবে রেখেছেন তাহলে সরস্বতী পুজোর দিন তার হাতেখড়ি দেওয়ার ব্যবস্থা করুন। এই দিনটি পড়াশোনা শুরু করার জন্য অত্যন্ত শুভ। ছবি- এআই দ্বারা নির্মিত
7
10
উচ্চশিক্ষা পেতে চাইলে বা তাতে সাফল্য চাইলে দেবী সরস্বতীর এই বিশেষ মন্ত্র পাঠ করুন ১০৮ বার। এদিন স্নান করে দেবীর পুজো দিয়ে 'ওম এইম হ্রিম শ্রীম ক্লিম সরস্বতয় নমঃ।' ছবি- এআই দ্বারা নির্মিত
8
10
কাউকে বশ করতে চাইলে ২১ বার বশীকরণ মন্ত্র জপ করুন, 'ওম নমঃ কামদেবায় সকল জন সর্বজনন মাম দর্শানে উৎকণ্ঠিতম কুরু কুরু দক্ষ ইক্ষু ধর কুসুম ভানেন হন হন স্বাহা।' ছবি- এআই দ্বারা নির্মিত
9
10
কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য চাইলে একটি পেন নিয়ে হলুদ এবং চাল দিয়ে টিকা দিয়ে পুজো করুন সেটাকে। পরীক্ষার সময় এই পেন দিয়ে লিখুন। ছবি- এআই দ্বারা নির্মিত
10
10
যোগ্য জীবনসঙ্গী চাইলে কলি মন্ত্র জপ করুন। এবং যজ্ঞ করুন চালের গুঁড়ো এবং দই মিশিয়ে। ছবি- এআই দ্বারা নির্মিত