পৃথিবীর তাপমাত্রা প্রতি বছরেই বাড়ছে। সেখান থেকে যদি একে হিসেব করা হয় তাহলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব রয়েছে।
2
9
বিজ্ঞানীরা দেখছেন বিগত বছরে ভাল খেলা দেখিয়েছে লা নিনাও। যেভাবে বিশ্বের পরিবেশকে সে প্রভাবিত করেছে সেখান থেকে তাকে নিয়ে এবার চিন্তার মেঘ তৈরি হয়েছে।
3
9
গবেষণা থেকে দেখা গিয়েছে ২০২৫ সাল তৃতীয় গরমের বছর হিসেবে রেকর্ডের খাতায় নিজেকে তুলেছে। ২০২৫ সালে গরম বেড়েছে ১.৫ ডিগ্রি।
4
9
পরিবেশবিদরা মনে করছেন যে পথে লা নিনা চলেছে সেটি তার সঠিক পথই ছিল। তবে হঠাৎ করে তার গতিপথ বদল করে। এরপরই বদলে যেতে থাকে পৃথিবীর পরিবেশ।
5
9
বিশ্ব আবহাওয়া সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে লা নিনা উল্টো সুর তৈরি করেছে সেখানে আগামী বছরগুলিতে ভোগান্তি বাড়বে। প্রতি বছরেই ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে।
6
9
সমুদ্র থেকে যে শীতল বাতাস আসার কথা ছিল সেই পথে সে যায় নি। উল্টে বিপরীত দিক থেকে গরম বাতাস নিয়ে এসেছে লা নিনা।
7
9
এই ধারা যদি আগামী বছরেও চলতে থাকে তাহলে ফের গরমের দিনে ভোগান্তি বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে বৃষ্টির দিকেও।
8
9
চলতি বছরে ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি বেশি হয়েছে। এটি লা নিনা এবং এল নিনোর প্রভাব। বৃষ্টির পরিমান যতটা অনিশ্চিত হবে ততটাই বাড়বে পৃথিবীর গড় তাপমাত্রা।
9
9
পৃথিবীকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে হলে দরকার সবুজায়ন। সেখানে প্রতি বছরেই তৈরি হয়েছে নতুন ঘাটতি। ফলে এখান থেকে পিছন ফিরে দেখা কঠিন।