আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। কারণ হিসেবে ফিফা জানিয়েছে, পাক ফুটবল ফেডারেশন সংবিধানের সংশোধন করতে ব্যর্থ হয়েছে। এই সংবিধান বিশ্ব ফুটবলকে নিয়ন্ত্রণ ও মসৃণ করে তোলে। যা করতে ব্যর্থ হয়েছে পাক ফুটবল ফেডারেশন।
আর ক’দিন পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তান। তার আগেই এই খবরে বড় ধাক্কা খেল পাক ক্রীড়াজগৎ। এদিকে, ফিফা জানিয়েছে, এই সংবিধান সংশোধন না করা পর্যন্ত পাক ফুটবল ফেডারেশন নির্বাসিত থাকবে।
এটা ঘটনা, এই নিয়ে আট বছরে তিনবার পাক ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করল ফিফা। জানা গেছে, ফিফার নতুন সংশোধিত গঠনতন্ত্র মানতে রাজি নয় পিএফএফ। আর সেই কারণেই নির্বাসনের খাঁড়া নেমে এল। নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে পারবে না পাকিস্তান।
সম্প্রতি ফিফা থেকে পিএফএফ–কে তাদের গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনতে বলা হয়েছিল। কিন্তু পাক ফুটবল ফেডারেশন কংগ্রেস থেকে তা মেনে নেওয়া হয়নি। যার ফলে বৃহস্পতিবার পাকিস্তানকে নির্বাসিত করা হয়। ফিফা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘পিএফএফ তাদের সংবিধানে বদল আনতে ব্যর্থ হয়েছে। ফিফার নির্দেশ গ্রহণ করলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন করা যেত। তাই পাকিস্তানের নির্বাসন অবিলম্বে লাঘু করা হয়েছে। এছাড়া পাকিস্তান ফেডারেশনের কাজকর্মেও ফিফা রাশ টানছে।’ নির্বাসিত হওয়ায় ফিফার থেকে কোনওরকম সহায়তা পাবে না পাকিস্তান।
এদিকে ফিফা আরও বলেছে, ‘পিএফএফ কংগ্রেস থেকে ফিফা ও এএফসি–র সংশোধিত সংবিধানের প্রস্তাবকে মেনে নিলে নির্বাসন তুলে নেওয়া হবে।’ নির্বাসিত হওয়ার খবর শুনে পিএফএফ–এর সাধারণ কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেছেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলাতে ফিফা থেকে পিএফএফ–এর সংবিধানে কিছু সংশোধন আনতে চেয়েছিল। তবে পিএফএফ কংগ্রেসের সদস্যদের অধিকাংশই ফিফার এই প্রস্তাবে রাজি হননি।’
