টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
রামমম্দির উদ্বোধনে শ্রীরাম!
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন। আমন্ত্রিতদের তালিকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, সুনীল গাভাস্কর, শচীন তেন্ডুলকর, রতন টাটা, বিরাট কোহলি, মুকেশ অম্বানি, গৌতম আদানি এবং অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া। খবর, আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি ছোটপর্দার ‘শ্রীরাম’। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমন্ত্রণ পেয়েছি। এ এক সুবর্ণ সুযোগ।”
সেই তো আবার...
বাস্তবে প্রাক্তন। পর্দায় ফের বর্তমান সারা আলি খান-কার্তিক আরিয়ান। খবর, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া ৩’-এ জুটি বাঁধছেন তাঁরা। শুট শুরু আগামী ফেব্রুয়ারিতে।
প্রযোজনায় সামান্থা
এবার প্রযোজনায় সামান্থা রুথ প্রভুও। রবিবার আনুষ্ঠানিক ঘোষণা করে জানিয়েছেন, তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ত্রলালা মুভিং পিকচার্স। সামাজিক মাধ্যমে তিনি তাঁর প্রযোজনা সংস্থার টাইটেল অ্যানিমেশনের একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
রবিনার ‘মস্ত’ ভুল!
মস্ত ভুল করে ফেলেছেন রবিনা ট্যান্ডন। ‘দ্য আর্চিস’ মুক্তির পরেই অগ্যস্ত নন্দা আর সুহানা খানকে নিয়ে সামাজিক পাতায় কটাক্ষের বানভাসি। তেমনই একটি পোস্টে ‘লাইক’ চিহ্ন দিয়ে ফেলেছেন তিনি। নজরে আসতেই চরম অস্বস্তিতে ‘মোহরা গার্ল’। সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে সামাজিক মাধ্যমে বার্তাও দিয়েছেন তিনি।
রামমম্দির উদ্বোধনে শ্রীরাম!
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন। আমন্ত্রিতদের তালিকায় অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, সুনীল গাভাস্কর, শচীন তেন্ডুলকর, রতন টাটা, বিরাট কোহলি, মুকেশ অম্বানি, গৌতম আদানি এবং অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া। খবর, আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি ছোটপর্দার ‘শ্রীরাম’। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমন্ত্রণ পেয়েছি। এ এক সুবর্ণ সুযোগ।”
সেই তো আবার...
বাস্তবে প্রাক্তন। পর্দায় ফের বর্তমান সারা আলি খান-কার্তিক আরিয়ান। খবর, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া ৩’-এ জুটি বাঁধছেন তাঁরা। শুট শুরু আগামী ফেব্রুয়ারিতে।
প্রযোজনায় সামান্থা
এবার প্রযোজনায় সামান্থা রুথ প্রভুও। রবিবার আনুষ্ঠানিক ঘোষণা করে জানিয়েছেন, তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ত্রলালা মুভিং পিকচার্স। সামাজিক মাধ্যমে তিনি তাঁর প্রযোজনা সংস্থার টাইটেল অ্যানিমেশনের একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
রবিনার ‘মস্ত’ ভুল!
মস্ত ভুল করে ফেলেছেন রবিনা ট্যান্ডন। ‘দ্য আর্চিস’ মুক্তির পরেই অগ্যস্ত নন্দা আর সুহানা খানকে নিয়ে সামাজিক পাতায় কটাক্ষের বানভাসি। তেমনই একটি পোস্টে ‘লাইক’ চিহ্ন দিয়ে ফেলেছেন তিনি। নজরে আসতেই চরম অস্বস্তিতে ‘মোহরা গার্ল’। সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে সামাজিক মাধ্যমে বার্তাও দিয়েছেন তিনি।
