আজকাল ওয়েবডেস্ক: ঠিক যেন বলিউডের সিনেমা। অপরাধের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হিরোর কাহিনী। প্রায় একই রকম ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের সাগর জেলা। তিরুপতিপুরম কলোনিতে গভীর রাতে একটি কুকুরকে একজন ব্যক্তির গাড়ির বনেটে এলোপাথাড়ি আঁচড় দিতে দেখা গিয়েছে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
কী কারণে কুকুরটির এই আচরণ? গাড়িটির মালিক অসাবধানতাবশত কুকুরটির লেজের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলেন। এর ফলে কুকুরটি আহত হয়। প্রতিশোধ নিতে গাড়িটিতে আঁচড় কাটে সারমেয়টি। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রায় নতুন চকচকে গাড়িটিতে এলোপাথাড়ি আঁচড় কেটে চলেছে কুকুরটি। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সেই ফুটেজ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির মালিকের নাম প্রহ্লাদ সিং ঘোশী। তিনি তিরুপতিপুরম কলোনিরই বাসিন্দা। গত ১৭ জানুয়ারি পরিবারকে নিয়ে ওই গাড়িতে করেই বিয়েবাড়ি যাচ্ছিলেন প্রহ্লাদ। সেই সময় ভুলবশত কুকুরটির লেজের উপর গাড়ির চড়িয়ে দেন। কুকুরটি কোনও বড় আঘাত পায়নি। তবে, ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠে। গাড়িটি তাড়া করা শুরু করে, কিন্তু প্রহ্লাদ দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। সেখানেই শেষ নয়। প্রতিশোধ নিতে বদ্ধপরিকর কুকুরটি রাত দু'টো নাগাদ এলাকায় প্রবেশ করে এবং গাড়িটিকে চিনতে পারে। যতক্ষণ না প্রহ্লাদ ঘরে ঢোকেন ততক্ষণ বাড়িটি থেকে ৫০০ মিচটার দূরে অপেক্ষা করে থাকে। এরপরেই নিজের প্রতিশোধ পূরণ করে।
#WATCH | Revenge Caught On CCTV: Dog Scratches Car Bonnet After Being Hit By Car Owner In Sagar#MadhyaPradesh #MPNews #Dog pic.twitter.com/2ucSvbY8sA
— Free Press Madhya Pradesh (@FreePressMP)Tweet by @FreePressMP
সকালে উঠে প্রহ্লাদ তাঁর গাড়ির এই হাল দেখে অবাক হয়ে যান। প্রথমে ভেবেছিলেন এলাকার বাচ্চারা গাড়িটির এই হাল করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাঁর ভুল ভাঙে। তিনি দেখেন, যে কুকুরটিকে তাঁর গাড়ি চাপা দিয়েছিল সেটিই এই হাল করেছে। কুকুরটি তাঁর পরিবারের কোনও ক্ষতি করেনি। গাড়িটির যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সারাতে ১৫ হাজার খরচ হবে প্রহ্লাদের।
