ফি বছর, পড়াশোনার জন্য বহু পড়ুয়া ভারত থেকে আমেরিকায় যান। এবার ভারতীয় পড়ুয়াদের জন্য কড়া হুঁশিয়ারি মার্কিন মুলুকের। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার একটি নির্দেশিকা জারি করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।
2
8
তাতে উল্লেখ করা হয়েছে, মার্কিন মুলুকে কী কী করলে বিপাকে পড়তে পারেন ভারতীয় পড়ুয়ারা। বাতিল হয়ে যেতে পারে ভিসাও।
3
8
কী উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়? নির্দেশিকায় স্পষ্ট উল্লিখিত, আমেরিকায় গিয়ে কোনও প্রকারের কোনও ঝুঁকি যেন না নেন ভারতীয় পড়ুয়ারা। যেন কোনওভাবেই মার্কিন মুলুকের কোনও নিয়ম না ভাঙেন।
4
8
পড়ুয়াদের উদ্দেশে জানানো হয়েছে, তাঁরা যদি আমেরিকার কোনও নিয়ম ভাঙেন, গ্রেপ্তার হোন, তাহলে তাঁদের ভিসা বাতিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই পড়ুয়াকে দেশে ফিরিয়ে দেওয়া হতে পারে এবং ভবিষ্যতে যাতে আর মার্কিন ভিসা না মেলে তাঁর, সেই বিষয়টিও নিশ্চিত করতে পারে প্রশাসন।
5
8
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়েছে, 'মার্কিন আইন ভাঙলে আপনার স্টুডেন্ট ভিসার মারাত্মক পরিণতি হতে পারে। যদি আপনি গ্রেপ্তার হন বা কোনও আইন লঙ্ঘন করেন, তাহলে আপনার ভিসা বাতিল করা হতে পারে, আপনাকে নির্বাসিত করা হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য আপনি অযোগ্য হতে পারেন। নিয়ম মেনে চলুন এবং আপনাআমেরিকায় থাকার সময়য়কালকে ঝুঁকিপূর্ণ করে তুলবেন না। মার্কিন ভিসা একটি সুবিধামাত্র, অধিকার নয়।'
6
8
গত সপ্তাহে, দূতাবাস H-1B এবং H-4 ওয়ার্ক ভিসা প্রার্থীদের জন্য একটি সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের ফলে উল্লেখযোগ্য ফৌজদারি শাস্তি হতে পারে।
7
8
তার আগে, ডিসেম্বরের শেষদিকে জানা যায়, র্কিন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি কাজের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিনের লটারি-ভিত্তিক পদ্ধতির বদলে চালু হতে চলেছে একটি অন্য ধরণের পদ্ধতি। এখানে বেশি দক্ষ ও উচ্চ বেতনের বিদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে ভারতের মতো দেশ থেকে আসা তরুণ ও এন্ট্রি-লেভেল পেশাজীবীদের জন্য আমেরিকায় কাজের ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠবে বলে আশঙ্কা।
8
8
মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন এই নিয়ম কার্যকর হবে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং ফিস্কাল ইয়ার ২০২৭-এর রেজিস্ট্রেশন সিজন থেকেই তা প্রযোজ্য হবে। প্রতিবছর প্রায় ৮৫ হাজার এইচ ওয়ান ভিসা এই নতুন ব্যবস্থার আওতায় বরাদ্দ করা হবে।