আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া। সমাজমাধ্যম। এই সমাজমাধ্যমের যুগে, এক জিনিস প্রকাশ্যে আসলেই শুরু আর অনুকরণ। যে সহজ হোক কিংবা জটিল। একবার কিছু ভাইরাল হলেই, দুম করে কখন যে তা ট্রেন্ড্রের তালিকায় ঢুকে পড়ছে, বুঝতে সময়য় লেগে যাচ্ছে বেশ অনেকটাই। বহুক্ষেত্রে, ট্রেন্ড ফলো করতে গিয়ে, নানা অপ্রীতিকর ঘটনাও ঘটছে। এবার তেমনই এক ট্রেন্ড ফলো করার ধুম দেখে এবার সাবধানবাণী শুনিয়েছেন চিকিৎসকেরা। বলছেন, এই ট্রেন্ড ফলো করতে গিয়ে, 'পার্মানেণ্ট ড্যামেজ' পর্যন্ত হতে পারে।

প্রথমেই বলা যাক, কি এই ট্রেন্ড?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল এই 'চা-ঢালা' ট্রেন্ড। তাতে অনেকেই তাঁদের বন্ধু, ভাই-বোন কিংবা প্রেমিক প্রেমিকার সঙ্গে একটি চ্যালেঞ্জের খেলা খেলছেন। কী করছেন? একজন অন্যজনের হাত শক্ত করে ধরে, দু'জনের হাতের উপরেই ঢেলে দিচ্ছেন গরম চা। চ্যালেঞ্জ নাকি এটাই। দেখার, হাতের উপর গরম চা পড়ার পর, কে হাত ছেড়ে চলে যান, আর কে থাকেন। তাহলে নাকি বুঝতে পারবেন ভাই-বোন, কিংবা বন্ধু, প্রেমিকার সঙ্গে সম্পর্কের গভীরতা ঠিক  কতটা। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ সম্প্রতি এই ট্রেন্ড ফলো করে, তার ভিডিও পোস্ট করেছেন। অনেকেই যদিও এর বিপক্ষেও মতামত প্রকাশ করেছেন। তবে এই চ্যালেঞ্জ, ট্রেন্ডে গা ভাসিয়ে পরিণাম কী হতে পারে, তা জানিয়েছেন চিকিৎসকরা।


এই প্রসঙ্গ সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে উল্লিখিত, ওই সংবাদমাধ্যমে, মুম্বইয়ের এক চিকিৎসক জানিয়েছেন, ভয়ের কথা। তিনি জানিয়েছেন, গরম চা, যে কোনও সময়, যে কোনও মূল্যে আদতে বিপদজনক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলি তাঁর চিন্তা বাড়িয়েছে বলেই জানিয়েছেন। তাঁর মতে, এই ধরনের সম্পর্কের গভীরতা পরীক্ষা করার জন্য এইসব বিপদজনক ট্রেন্ড ফলো করার চেষ্টা করাই উচিৎ নয়। 

প্রতিবেদনে উল্লিখিত, চিকিৎসক জানিয়েছেন, বাইরে থেকে দেখে মনে হতে পারে, স্রেফ হাতের চামড়ার উপর পড়ছে গরম চা। কিন্তু মানব শরীরে এর দীর্ঘস্থায়ী প্রভাব হতে পারে। চিকিৎসকের মতে, ক্ষতির তালিকা লম্বা, হাতের উপর গরম চা ঢালার ফলে, প্রথম এবং দ্বিতীয় ডিগ্রি পোড়া, এবং ফোসকা, তীব্র ব্যথা, লালভাব এবং ক্রমাগত ঝিনঝিন অনুভূতিও অনুভব করতে পারেন। অনেক ক্ষেত্রে হাতের উপর সারাজীবনের জন্য পোড়া দাগ থেকে যেতে পারে। হাতের ত্বক সংবেদনশীল, এবং উচ্চ তাপমাত্রার সংস্পর্শে এই ধরনের দাগ হওয়া অস্বাভাবিক নয় বলেই মত তাঁর। হাতের ত্বক পুড়ে গেলে দৈনন্দিন কাজকর্মে তার প্রভাব ফেলবে, অনেক সময়য় এই ক্ষত সারতেও অনেক সময় লাগতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসক।