আজকাল ওয়েবডেস্ক: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ) বুধবার সংসদের আসন্ন বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ তারিখগুলি অনুমোদন করেছে। সূত্রের খবর, সংসদীয় ক্যালেন্ডার অনুযায়ী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সাম্প্রতিক ইতিহাসে এই প্রথমবার কোনA রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।
সূত্র খবর, ২৮ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে মাধ্যমে বাজেট অধিবেশনের সূচনা হবে। ২৯ জানুয়ারি সংসদে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হবে।
স্বাধীনতার পর থেকে ২০২৬-এর বাজেটটি ৮০তম বাজেট হতে চলেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা নবম কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। প্রতি বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়, যাতে সংশোধনী এবং আর্থিক বছরের শুরু থেকে এর বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। সপ্তাহান্তে বাজেট পেশ করাটা কোনও নজিরবিহীন ঘটনা হবে না। অর্থমন্ত্রী ২০১৯ সালের বাজেট শনিবার পেশ করেছিলেন। অন্যদিকে, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৫ এবং ২০১৬ সালের কেন্দ্রীয় বাজেট দু’টিই ২৮ ফেব্রুয়ারি পেশ করেছিলেন। যা উভয় ক্ষেত্রেই শনিবার ছিল।
সীতারামন টানা ন’বার কেন্দ্রীয় বাজেট পেশ করা প্রথম অর্থমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের গড়া রেকর্ডের আরও কাছাকাছি চলে আসবেন। মোরারজি দু’টি ভিন্ন সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন। ১৯৫৯ থেকে ১৯৬৪ সালের মধ্যে ছ’টি এবং ১৯৬৭ থেকে ১৯৬৯ সালের মধ্যে চারটি। অন্যান্য সাম্প্রতিক অর্থমন্ত্রীদের মধ্যে পি চিদাম্বরম ন’টি বাজেট এবং প্রণব মুখার্জি বিভিন্ন প্রধানমন্ত্রীর অধীনে আটটি বাজেট পেশ করেছিলেন।
রবিবারে সচরাচর সংসদের অধিবেশনের হয় না। ২০১৭ সালের আগে পর্যন্ত বাজেট পেশ হত ফেব্রুয়ারি মাসের শেষ দিনে। পরে মোদি সরকার রীতি বদলায়। ২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা শুরু হয়। সেই রীতি বজায় রাখা হয়েছে। ফলে ১ ফেব্রুয়ারি রবিবার হলেও সেদিন সংসদের অধিবেশন বসবে। এর আগে ২০১২ এবং ২০২০ সালে রবিবার সংসদের অধিবেশন হয়েছিল। ২০২০ সালে করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সংসদের অধিবেশন বসেছিল। তার আগে সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালের ১৩ মে রবিবার বিশেষ অধিবেশন বসেছিল সংসদের। ৬ বছর পর ফের রবিবারে বসতে চলেছে সংসদের অধিবেশন।
২০১৭ সাল থেকে কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি পেশ করা হচ্ছে। যাতে অর্থ বিল দ্রুত পাস করানো যায় এবং আর্থিক বছরের শুরু অর্থাৎ ১ এপ্রিল থেকে বাস্তবায়ন নিশ্চিত করা যায়। ২০২০ এবং ২০২৫ উভয় বছরেই সীতারামন ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন। যা কাকতালীয়ভাবে শনিবার ছিল।
