আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে পাল্টা প্রত্যাঘাত ভারতের। ভারতের ১৮৫ রানের জবাবে ১৮১ রানে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। প্রথম দিনই উসমান খোয়াজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই ফেরেন কনস্টাস (২৩)। তিনি সিরাজের শিকার। তিনে লাবুসেন (২) বেশিক্ষণ টেকেননি। তিনি বুমরার শিকার। মেলবোর্নে শতরান করা স্টিভ স্মিথকে ফেরান চলতি সিরিজে প্রথম খেলতে নামা প্রসিধ কৃষ্ণা। স্মিথের অবদান ৩৩। মাথাব্যথার কারণ হেড (৪)–ও ব্যর্থ। তাঁকে ফেরান সিরাজ। তবে চমকে দিলেন অভিষেক হওয়া বিউ ওয়েবস্টার। উইকেট না পেলেও জীবনের প্রথম টেস্টে করে ফেলেছেন অর্ধশতরান। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে তিনি দলকে টানেন। ক্যারির অবদান ২১। তাঁকে ফেরান কৃষ্ণা। আর ওয়েবস্টার করে যান ৫৭। তাঁকে ফেরান কৃষ্ণা। কামিন্স মেলবোর্নের মতো রান পাননি। মাত্র ১০ করেই ফেরেন নীতীশ রেড্ডির বলে।
চলতি সিরিজে প্রথমবার খেলতে নেমেই তিন উইকেট পেলেন প্রসিধ কৃষ্ণা। সিরাজও নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট পান বুমরা ও নীতীশ রেড্ডি। তবে বুমরার চোট চিন্তায় রাখল ভারতকে।
এটা ঘটনা সিরিজে এখন অস্ট্রেলিয়া এগিয়ে ২–১ ব্যবধানে। সিরিজ ড্র করতে হলে ভারতকে সিডনি টেস্ট জিততেই হবে। না হলে বর্ডার গাভাসকার ট্রফি চলে যাবে অস্ট্রেলিয়ার দখলে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলেও সিডনি টেস্ট জয় জরুরি। তবে জিতলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই ভারতের।
