বেজায় ঢাকঢোল বাজিয়ে ছবির প্রচার সারলেও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ একেবারে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে মুখ্যভূমিকায় জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। ৩৫০ কোটি টাকার এই ছবি ভারতীয় বক্স অফিসে মাত্র ১১১ কোটি টাকার ব্যবসা করে।
2
10
তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে ‘ময়দান’। ভারতীয় ফুটবলের এক রোমাঞ্চকর ইতিহাসের কথা ধরা হয়েছে এই ছবিতে। পরিচালক অমিত শর্মার ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অজয় দেবগণ। কোচ সইদ আবদুল রহিমের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ১০০ কোটির এই ছবি তুলতে পেরেছিল মাত্র ৭১.৫ কোটি টাকা।
3
10
সিরুথাই শিভা পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কাঙ্গুভা’। মুখ্যচরিত্রে ছিলেন সূরিয়া, ববি দেওল এবং দিশা পাটানি। ১৭০০ থেকে ২০২৩- একজন নায়কের ৫০০ বছরের ভ্রমণ নিয়েই তৈরি হয়েছিল ‘কাঙ্গুভা’। বলিপাড়া সূত্রে খবর, ৩০০ কোটি টাকার এই ছবি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে মাত্র ১০৬ কোটি টাকার ব্যবসা করে।
4
10
প্রথম ঝলক মুক্তির পর বেশ আগ্রহ জাগিয়েছিল আই ওয়ান্ট টু টক’। পরিচালক সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’-এ মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। ছবিটি তৈরি করতে খরচ হয় আনুমানিক ৪০ কোটি টাকা। মুক্তির পর ভারতীয় বক্স অফিসে মাত্র ২.৩ কোটি টাকার ব্যবসা করে ছবিটি।
5
10
‘জিগরা’ ছবিতে আলিয়া ভাটকে দেখে যারপরনাই নিরাশ হয়েছিল দর্শকমহল। আলিয়ার পাশাপাশি এই সিনেমায় দেখা গিয়েছিল ‘দ্য আর্চিজ’ অভিনেতা বেদাং রায়নাকে। করণ জোহরের সঙ্গে এই ছবির সহ-প্রযোজক ছিলেন আলিয়াও। ছবিটি তৈরি করতে মোট খরচ হয় ৯০ কোটি টাকা।তবে মুক্তির পর লক্ষ্মীর মুখ দেখতে পায়নি আলিয়ার এই ছবি.ব্যবসা করে মাত্র ৫৬ কোটি টাকা।
6
10
সাগর আমব্রে এবং পুষ্কর ওঝা দ্বারা পরিচালিত ‘যোদ্ধা’ ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং দিশা পাটানি-কে। মুক্তির তারিখ একাধিকবার পিছিয়েও ভরাডুবি বাঁচানো যায়নি। ছবিটি তৈরি করতে ৫৫ কোটি টাকা খরচ হয়। বলিপাড়া সূত্রে খবর, মুক্তির পর ভারতীয় বক্স অফিসে ৫৩ কোটি টাকা উপার্জন করে এই ছবি।
7
10
২০২৪-এর স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ‘খেল খেল মেঁ’।অক্ষয়ের সঙ্গে এ ছবিতে দেখা গিয়েছিল তাপসী পান্নু, বাণী কাপুর, ফারদিন খান, অ্যামি ভির্ক প্রমুখ। ১০০ কোটি টাকা বাজেটের তারকাখচিত এই ছবিটি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে মাত্র ৫৭ কোটি টাকা আয় করে।
8
10
অজয় দেবগণ-তাব্বু অনেক দিন পর আবার পর্দায় একসঙ্গে এসেছিলেন। সৌজন্যে নীরজ পাণ্ডের ‘অরোঁ মে কহাঁ দম থা’। তবে এই ছবিতে অজয়-তাব্বুর রসায়ন মোটেই মন ভরাতে পারেনি দর্শকের। তাই তো ১০০ কোটির এই ছবি টেনেটুনে আয় করেছিল মাত্র ১৫ কোটি টাকা।
9
10
অ্যাকশন-থ্রিলার ‘যুধ্রা’ নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। সঙ্গে অভিনেত্রী মালবিকা মোহানন। ছবির নিবেদকের দায়িত্ব পালন করছেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। লিপাড়া সূত্রে খবর, ৫০ কোটি টাকা বাজেটের ছবি মুক্তির পর ভারতীয় বক্স অফিসে মাত্র ১৪.৩৮ কোটি টাকার ব্যবসা করে।
10
10
আয়ুষ শর্মার তৃতীয় ছবি ‘রুসলান’ মুক্তি পেয়েছিল ২৬ এপ্রিল। বিপরীতে ছিলেন নবাগতা সুশ্রী। করণ ললিত বুটানির পরিচালিত এই ছবি একেবারেই মন ভরাতে পারেনি দর্শকের। ছবিটি তৈরি করতে ২৫ কোটি টাকা খরচ হয়। মুক্তির পর ভারতীয় বক্স অফিস থেকে মাত্র ৪.৭৫ কোটি টাকা উপার্জন করে এই ছবি।