আজকাল ওয়েবডেস্ক: ৩ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে সিডনি টেস্ট। এটাই বর্ডার গাভাসকার ট্রফির শেষ টেস্ট। ভারতীয় সময় ভোর সাড়ে চারটেয় হবে টস। খেলা শুরু হবে ভোর পাঁচটায়। মধ্যাহ্নভোজ হবে সকাল সাতটায়। চা পানের বিরতি সকাল ৯টায়। শেষ সেশনের খেলা শুরু হবে সকাল ৯.২০ থেকে।
ভারতে খেলা সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। অর্থাৎ সম্পূর্ণ বিনা পয়সায় সিডনি টেস্ট দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে।
এটা ঘটনা, পারথে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ভারত। কিন্তু এডিলেডে কামব্যাক করে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্ট হয় ড্র। আর মেলবোর্নে জিতে সিরিজে ২–১ এগিয়ে অস্ট্রেলিয়া। তাই সিরিজ ড্র রাখতে হলে মেলবোর্ন টেস্ট জিততেই হবে ভারতকে।
কিন্তু ভারতের টপ অর্ডার একেবারেই রানে নেই। রোহিত, বিরাটরা রান পাচ্ছেন না। যশস্বী যা খেলার খেলছেন। এই টেস্টে রোহিত, বিরাটরা রান না পেলে বড় প্রশ্নের সামনে পড়বে তাঁদের লাল বলের ভবিষ্যৎ। তাই মরিয়া হয়ে নামতেই হবে রোহিত, বিরাটকে। রান পাওয়াই লক্ষ্য।
