মিল্টন সেন,হুগলি : আবাস যোজনা নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগের সপক্ষে মিলল না কোনও তথ্য। জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সারাদিন ধরে খোঁজ করেও কোথাও কোনও অনিয়মই খুঁজে পেলেন না কেন্দ্রীয় প্রতিনিধি দল। খতিয়ে দেখলেন গ্রাম পঞ্চায়েতের বিগত দিনের রেজুলেশন। মিলিয়ে দেখলেন বিগত দিনে সঠিক মানুষ আবাস যোজনার সুবিধে পেয়েছেন কিনা। আর যারা পাননি তারা পাওয়ার যোগ্য কিনা। গ্রামে ঘুরে কথা বললেন সকলের সঙ্গেই। গ্রামে একাধিক উপভোক্তার সঙ্গে কথা বলে অনিয়মের কোনও চিহ্ন খুঁজে পেলেন না। অভিযোগের সত্যতা নিয়ে উঠল প্রশ্ন। একদিকে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সমস্যার সমাধানে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন। এমন আবহে বুধবার হুগলিতে এসে পৌঁছয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের ডঃ এইচ এস হুদা, ডি এল গুলাটির নেতৃত্ত্বে সাত জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন দুপুর দেড়টা নাগাদ তিনটি গাড়ি করে হুগলির বলাগড় ব্লকের ডুমুরদহ নিত্যানন্দপুর ১ গ্রাম পঞ্চায়েতে পৌঁছন গ্রাম উন্নয়ন মন্ত্রকের কেন্দ্রীয় মনিটারিং টিমের সাতজন প্রতিনিধি। পঞ্চায়েত ভবনের দ্বিতলে সভাকক্ষে অতিরিক্ত জেলাশাসক(সাধারণ), বলাগড় বিডিও সুপর্ণা বিশ্বাস, পঞ্চায়েত প্রধান ছবি রাউত, উপ প্রধান শ্যামা প্রসাদ রায় ব্যানার্জি সহ পঞ্চায়েত সদস্য ও কর্মচারীদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। রেজুলেশন খতিয়ে দেখেন। জানা গিয়েছে জেলার আরও কয়েকটি ব্লক ও পঞ্চায়েতে আবাস যোজনা, একশো দিনের কাজ ইত্যাদি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন এই কেন্দ্রীয় প্রতিনিধি দল।