আজকাল ওয়েবডেস্ক: মুকুটে আরও একটি পালক যোগ করলেন প্যাট কামিন্স। ছাপিয়ে গেলেন গ্যারি সোবার্সকে। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টে লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেটের তালিকায় তৃতীয় স্থানে চলে এলেন। ১৮৮ উইকেট সংগ্রহ কামিন্সের। সোবার্সের ছিল ১১৭ উইকেট। ১৮৭ এবং ১৩৮ উইকেট নিয়ে এই তালিকায় এক এবং দুইয়ে যথাক্রম ইমরান খান এবং রিচি বেনো। ব্রিসবেনের গাব্বায় নীতিশ রেড্ডিকে বোল্ড করা মাত্র এই নজির গড়ে ফেলেন অজি অধিনায়ক। বোলিংয়ের পাশাপাশি দায়িত্ব সহকারে নেতৃত্ব সামলান কামিন্স। তাঁর সাফল্যের পেছনে ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
২০২১ নভেম্বরে টিম পাইনের উত্তরসূরি হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের দায়িত্ব নেওয়ার সময় একটি নজির গড়ে ফেলেন। প্রথম ফাস্ট বোলার হিসেবে অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ টেস্ট অধিনায়ক হন প্যাট কামিন্স। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়াকে এক টেস্টে নেতৃত্ব দেন রে লিন্ডওয়াল। তারপর থেকে কোনও জোরে বোলার অস্ট্রেলিয়ার টেস্ট দলের দায়িত্ব সামলায়নি। নেতৃত্বের শুরুতেই বড় সাফল্য পান কামিন্স। ঘরের মাঠে অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ তে হারায়। ব্যক্তিগতভাবেও সাফল্য পান অস্ট্রেলিয়ার নতুন টেস্ট নেতা। ২১ উইকেট তুলে নেন কামিন্স। তাঁর নেতৃত্বে ২৪ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ জেতে অস্ট্রেলিয়া। বাকি বিদেশ সফরেও ভাল পারফর্ম করে অজিরা। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁর নেতৃত্বে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটে একটা কথা প্রচলিত ছিল, ফাস্ট বোলাররা নেতৃত্ব দিতে পারে না। সেই স্টিরিওটাইপ ভেঙে দেন প্যাট কামিন্স।
