আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বরের মাঝামাঝি প্রবল শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই কয়েক বছরের রেকর্ড ভাঙা শীতের সাক্ষী থাকছে একাধিক শহর। কোথাও তাপমাত্রা নেমেছে মাইনাসের নীচে। পুরু বরফের আস্তরণে ঢেকেছে শহর। কোথাও আবার তাপমাত্রা ১ ডিগ্রি। ঘন কুয়াশায় ঢেকে শহর থেকে গ্রাম। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু দশা উত্তর ভারতে।
মৌসম ভবন সূত্রে খবর, চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে ১৪টি রাজ্যে। আজ, সোমবার মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস। শাহদল শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরপ্রদেশে অযোগ্যয় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস। ১৩ বছরের রেকর্ড ভেঙে কানপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাবের ফারিদকোটে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার হিলসরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের ফতেহপুরে তাপমাত্রা নেমেছে মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াসে। এদিন রাজস্থানের একাধিক শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। কাশ্মীরের শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। হিমাচল প্রদেশের তাবোয় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের কয়েকটি এলাকায়। বুধবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, পুদুচেরিতে। বৃহস্পতিবারেও দক্ষিণ ভারত জুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
