আজকাল ওয়েবডেস্ক:  অ্যাথোস সালোম। একে সকলে আধুনিক নস্ট্রাদামুস হিসাবেই চেনে। ২০২৪ সাল নিয়ে তার করা ভবিষ্যদ্বানী ইতিমধ্যেই ফলে গিয়েছে। বছর ছত্তিশের এই ব্রাজিলিয়ান জ্যোতিষী ইতিমধ্যেই সকলের মধ্যে নিজের আলাদা জায়গা করে নিয়েছে। এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে চমকে যাওয়া কথা বললেন তিনি। তিনি আগেই জানিয়েছিলেন কোভিডকালে বিশ্ব বিশেষ সমস্যার মধ্যে পড়বে, ইলন মাস্ক টুইটার কিনে নেবেন, রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হবে।

 

এবার বিশ্বের বাজারে বেড়ে চলা সমস্যার দিকে নজর দিয়ে সালোম জানিয়েছেন, আগামী বছরেই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার মধ্যে বেড়ে চলা টেনশন নিয়ে সালোম তাই সতর্কতা জারি করেছেন। এই সমস্যার কোনও সমাধান হবে না। এর একটাই সমাধান হবে সেটা হল যুদ্ধ। এই যুদ্ধে প্রযুক্তির লড়াই হবে বলেও সকলকে সাবধান করেছেন সালোম।

 

একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এই যুদ্ধ কোনও সাধারণ যুদ্ধ হবে না। মানুষের সঙ্গে মেশিনের লড়াই হবে। রাশিয়া প্রযুক্তির নতুন দিকে গিয়েছে। সেইসব প্রযুক্তি যদি তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয় তাহলে বিশ্ববাসী কঠিন সমস্যার সামনে পড়বে। এই যুদ্ধের ফলে গোটা বিশ্বে বিশাল আর্থিক মন্দা ঘটবে। কোনও দেশ নিজেকে এই যুদ্ধের কবল থেকে বাঁচাতে পারবে না। যদি কোনও দেশ এটা করতে চেষ্টা করে তাহলে তার ক্ষতি সবথেকে বেশি হবে।

 

এই যুদ্ধকে সামলাতে পারে বিশ্বের শক্তিধর দেশগুলি। তবে তারা কতটা কার্যকরী ভূমিকা পালন করবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে অ্যাথোস সালোম। তার করা ভবিষ্যদ্বানী কতটা ফলবে সেটা সময়ের ওপরেই ভরসা করবে। তবে আধুনিক নস্ট্রাদামুসের এই কথায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে কারণ আর মাত্র বাকি কয়েকটা দিন তারপরই আসতে চলেছে নতুন বছর।