টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

রণবীরময় রামু
‘অ্যানিমেল’ দেখে এতটাই মুগ্ধ রামগোপাল ভার্মা! সমালোচনায় ছবির সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘অ্যানিমেল’ লম্বা রেসের ঘোড়া। ছবিটি একাধিক ছবির রেকর্ড ভাঙবে। ভারতীয় সংস্কৃতির আসল ছবি নির্মম ভাবে দেখিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। তার জন্য তিনি সন্দীপের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে চান। একই সঙ্গে তাঁর দেখা রণবীরের সেরা ছবি এটি। নায়কের পা চেটে তিনি সম্মান জানাতে চান তাঁকে!

‘টাইগার ৩’, ‘জওয়ান’ ফিকে! 
রণবীর কাপুর ঝড়ের কাছে ‘জওয়ান’, ‘টাইগার ৩’-এর জনপ্রিয়তা ফিকে! শাহরুখ খানের ‘পাঠান’ ১০০ কোটির ঘরে দ্রুত পা রেখে ‘ফার্স্টেস্ট ১০০’ তকমা পেয়েছে। এবার সেই তালিকায় ‘অ্যানিমেল’। সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবিটি মাত্র দু’দিনে ১১৩.১২ কোটি ব্যবসা করেছে। সেখানে ‘জওয়ান’ ছবির আয় ছিল ১১১.৭৩ কোটি।

নতুন ভূমিকায় ওমি
এবার পরিচালকের আসনে ওমি বৈদ্য। খবর, মারাঠি ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। নাম ‘আইচ্ছা গওয়ত মরাঠি বোল’। এই ছবিতে তিনি অভিনয়ও করবেন। আমেরিকাবাসী এক যুবক বিয়ে করতে ভারতে আসে। এদেশে পা রেখে একের পর এক ঘটনায় জড়িয়ে পড়ে। মূলত কমেডি ঘরানার এই ছবিতে নায়কের চরিত্রেই অভিনয় করবেন ওমি। ছবিটি নতুন বছরে মুক্তি পাবে।