আজকাল ওয়েবডেস্কঃ চুলে প্রায় রোজই দামী কোম্পানির শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করছেন।সময় পেলে তেলও দিচ্ছেন। তারপরও চুল এমন রুক্ষ হয়ে যাচ্ছে যে মন খারাপের শেষ নেই। সকালে শ্যাম্পু করলেও দিনশেষে রুক্ষ ও শুষ্ক চুলের জেল্লা হারিয়ে যাচ্ছে। সারাদিন পর অফিস থেকে ফিরে পার্লারে হেয়ার স্পা করানোর সময়ই বা কোথায়। সঙ্গে হাজার খানিক টাকার ব্যয়। শীতে চুলের অবস্থা আরও শোচনীয়। যতই শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করুন না কেন, সেই দলা পাকিয়ে যাবেই। তাই ঘরোয়া শক্তিশালী হেয়ার মাস্কের সন্ধান দেওয়া হল। জানুন কীভাবে ব্যবহার করবেন।
একটি টাটকা অ্যালোভেরার পাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। আগের দিন রাতে ভিজিয়ে রাখা চাল ভেজানো জল দিন হাফ গ্লাস, একটা পেঁয়াজকে ঘষে নিন। তার থেকে তিন চামচ পেঁয়াজের রস বের করে নিয়ে অ্যালোভেরার উপর দিয়ে দিন। ভাল করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিন। কটন বলে করে এই মিশ্রণ চুলের স্ক্যাল্পে লাগান। আধঘন্টা রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। কন্ডিশনার ব্যবহার করতে হবে না। চুল হবে প্রাণবন্ত ও মসৃণ।
অ্যালোভেরা ভিটামিন-সি সমৃদ্ধ হওয়ায় খুশকির সমস্যাতে খুব উপকারী। এছাড়াও চুল ঝলমলে করতে চুলেত গোড়া থেকে আগা পর্যন্ত অ্যালোভেরা জেল লাগাতে পারেন। চুল এবং মাথার তালুতে আর্দ্রতা বজায় থাকে। নতুন চুল গজায় অ্যালোভেরার ব্যবহারে। চুলের রুক্ষ, শুষ্ক ভাব কমায়,
চুল লম্বায় সঠিক ভাবে বৃদ্ধি পায় অ্যালোভেরা জেলের সাহায্যে। চুল ভঙ্গুর প্রকৃতির হলে তা মেরামত সম্ভব অ্যালোভেরা জেলের সাহায্যে। মাঝখান থেকে ভেঙে গেলে কিংবা চুলের ডগা ফেটে গেলে সেই সমস্যাও দূর করে অ্যালোভেরা জেল। পেঁয়াজের রস চুলের ঘনত্ব বাড়ায়। সঙ্গে চুলের উজ্জ্বলতাও বজায় রাখে।
