আজকাল ওয়েবডেস্ক: গত ছয় মাস ধরে 'খোঁজ' নেই তাঁর কুয়োর। সেটির খোঁজ পেতে জেলাশাসকের দ্বরস্থ হলেন এক চাষি। ঘটনাটি মধ্যপ্রদেশএর বুরহানপুর জেলার ঘাঘরলা এলাকার। চাষিটির কাছ থেকে গোটা ঘটনা শোনার পর হতবাক খোদ জেলাশাসকও।

চাষিটির নাম দেবদাস রাঠৌর। সংবাদমাধ্যমকে তিনি জানান, গত ছয় মাসে 'হারিয়ে' গিয়েছে তাঁর কুয়ো। তিনি বলেন, "আমি ছয় একর জমির মালিক। কিন্তু আমার বড় কাকা আমার জমিটি নিজের বলে দাবি করে বিক্রি করে দিয়েছেন। এর ফলে আমার জমিতে কুয়োটি আর নেই, আমি চাষ করতে পারছি না। বিষয়টির সমাধানে জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছি।"

উপজেলাশাসক আজমের সিং গোন্দ বিষয়টি নিয়ে খোলসা করেন। তিনি জানান, সমস্যাটি রয়েছে কৃষকের রেজিস্ট্রিতে। এর ফলেই এই বিভ্রান্তি। কুয়োটি আসলে হারিয়ে যায়নি। তিনি বলেন, “আমরা কৃষককে দেখিয়েছি কুয়োটি এখন কোথায় রয়েছে। একজন কেরানির ভুলের কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। "