আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের মেগা নিলামে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সময়টা ভালই যাচ্ছে। দলে কয়েকজন বড় তারকাকে যুক্ত করেছে নীতা অম্বানির দল। ট্রেন্ট বোল্ট, রবিন মিঞ্জ, রায়ান রিকেলটন, নমন ধীর, কর্ণ শর্মা এবং দীপক চাহারের মত ক্রিকেটাররা এবার যোগ দিতে চলেছেন মুম্বইতে। তবে এদিন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসকে পেতে আগ্রহী ছিল মুম্বই।
ইংলিশ অলরাউন্ডারের নাম উঠতেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে বিডিং শুরু হয় যা শেষ হয় ৫ কোটি ২৫ লক্ষ টাকায় গিয়ে। ছ’কোটি টাকার নিচেই পাঁচবারের চ্যাম্পিয়নরা উইল জ্যাকসকে দলে নেওয়ার ব্যাপারটা ৯৯% করে ফেলে। কিন্তু ঘটনা আরও একটু বাকি ছিল। নিয়ম অনুযায়ী অকশনার যান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। যেহেতু উইল জ্যাকস গত আইপিএলে আরসিবিতে খেলেছিলেন সে কারণে তাদের কাছে জানতে চাওয়া হয় তাঁরা আরটিএম (রাইট টু ম্যাচ) ব্যবহার করবেন কিনা।
বেঙ্গালুরু ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি জানায়, তারা ইংলিশ অলরাউন্ডারের জন্য আরটিএম কার্ড ব্যবহার করবে না। এরপরেই মুম্বাই ইন্ডিয়ান্স ৫.২৫ কোটি টাকায় উইল জ্যাকসকে দলে নিতে পারে। ইংলিশ অলরাউন্ডারকে দলে পাওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টে উৎফুল্ল দেখিয়েছে এদিন। এমনকি, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি উঠে দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টেবিলে যান। সেখানে তিনি বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির সিইওকে ধন্যবাদ জানান এবং দলের অন্যান্য সদস্যদের সঙ্গে করমর্দন করেন।
