আজকাল ওয়েবডেস্ক: ৩০ ডিসেম্বরের সাতসকালে সেই দুর্ঘটনা এখনও গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। রজত আর নিশু যদি সেই সময়ে ভারতের তারকা উইকেট কিপারকে আপৎকালীন ভিত্তিতে হাসপাতালে না নিয়ে যেতেন, তাহলে কী যে হত!
এই দু' জন পন্থকে চিনতেনই না। পন্থের পরিবারকেও ফোন করে খবর দেন তাঁরা। এই দু' জনের প্রতি চিরকৃতজ্ঞ ভারতের তারকা উইকেট কিপার-ব্যাটার।
৩০ ডিসেম্বর অতীত। পন্থ এখন ক্রিকেটের মূলস্রোতে ফিরেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথ টেস্ট জমে উঠেছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
The two people who saved Rishabh Pant's life after his accident had no idea who he was.@beastieboy07 travels back to India to retrace the steps from Pant's accident to his return, but also much more than that.
— 7Cricket (@7Cricket)
The tale of Rishabh's recovery, from those closest to him ???? pic.twitter.com/UuzaJBN0QTTweet by @7Cricket
সেই ভিডিওয় দেখা যাচ্ছে রজত আর নিশুকে দুটো স্কুটার উপহার দিয়েছেন পন্থ। ভয়াবহ দুর্ঘটনার দুই প্রত্যক্ষদর্শীকে আগেও ধন্যবাদ জানিয়েছিলেন পন্থ। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। রজত আর নিশুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পন্থ লিখেছিলেন, ''ব্যক্তিগত ভাবে সবাইকে হয়তো ধন্যবাদ জানানো সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আমাকে স্বীকার করতেই হবে যে এই দুই হিরো আমাকে দুর্ঘটনার পরে হাসাপাতালে পৌঁছে দিয়েছিল।রজত কুমার ও নিশু কুমার অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের কাছে চিরঋণী এবং কৃতজ্ঞ।''
Rishabh Pant gifted two wheeler vehicle to Rajat and Nishu ❤️
— Naman (@Im_naman__)
Thank you Rajat and Nishu ( They were the first responders on that horrific day ). We are indebted to you.#RishabhPant pic.twitter.com/Zb3Haj75zFTweet by @Im_naman__
সেই পন্থ অস্ট্রেলিয়ার এক মিডিয়াকে জানিয়েছেন, ''আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিসের মধ্যে একটি হল কৃতজ্ঞতা জ্ঞাপন। ক্রিকেট এর মধ্যেই পড়ে। কিন্তু যে যে ঘটনা ঘটেছে, সেগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখলে মনে হবে জীবনে যা হয় তা ভালর জন্যই হয়। তাই আরও বেশি করে কৃতজ্ঞতা প্রকাশ, আরও ভদ্র, আরও নম্র, সাফল্যের জন্য আরও ক্ষুধার্ত হওয়া জরুরি।''
