আজকাল ওয়েবডেস্ক:‌ ময়দানে রহস্যমৃত্যু যুবকের। শুক্রবার সকালে ডাফরিন রোডের ফুটপাত থেকে এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। সকাল সাড়ে আটটা নাগাদ অজ্ঞাতপরিচয় যুবকটির মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গেছে। কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।


এদিন সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসে ময়দান থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। খুন করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, দেহটি কোনও ভবঘুরের।


এর আগে মে মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। দিন দুয়েক আগেই ওই মহিলার মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছিল। ফের ময়দানে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।