আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতে আরও কিছুদিন বাকি আছে। তার আগেই মাঠের বাইরে যুদ্ধ শুরু দুই দেশের দুই প্রাক্তনীর মধ্যে। বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন গৌতম গম্ভীর এবং রিকি পন্টিং। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে প্রাক্তন অজি অধিনায়কের মন্তব্য ভালভাবে নেননি গৌতি। পন্টিংকে নিজের চরকায় তেল দিতে বলেন। অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে গম্ভীর জানান, পন্টিংয়ের উচিত নিজের দল নিয়ে ভাবা। এবার তার জবাব দিলেন অস্ট্রেলিয়ান তারকা। ভারতের হেড কোচকে 'কাঁটাযুক্ত চরিত্র' বললেন প্রাক্তন অজি তারকা। পন্টিং বলেন, 'আমি ওর প্রতিক্রিয়া পড়ে অবাক হয়েছি। তবে আমি কোচ গৌতম গম্ভীর কেমন জানি। ও কাঁটাযুক্ত চরিত্র। তাই আমি খুব একটা অবাক নই।'
পন্টিং আরও জানান, তাঁর উদ্দেশ্য বিরাটকে ছোট বা সমালোচিত করার ছিল না। অস্ট্রেলিয়া গ্রেট মনে করেন, বর্ডার-গাভাসকর ট্রফিতেই ছন্দে ফিরবেন দুই মহাতারকা। বিশেষ করে বিরাট। কারণ অস্ট্রেলিয়ায় অতীতে রান পেয়েছেন তিনি। পন্টিং বলেন, 'আমি কোনওভাবেই বিরাটকে ছোট করতে চাইনি। আমি বলেছিলাম, ও অতীতে অস্ট্রেলিয়ায় ভাল খেলেছে এবং এখানেই ছন্দে ফেরার জন্য মুখিয়ে থাকবে। আগের বছরগুলোতে যতগুলো শতরান করেছিল, গত কয়েক বছরে সেটা না পাওয়ায় ও নিজেই চিন্তিত থাকবে। তবে ওর ক্লাস আলাদা। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে ভাল খেলেছে।' সাংবাদিক সম্মেলনে পন্টিংয়ের করা মন্তব্য নিয়ে প্রশ্ন উঠতেই তার যোগ্য জবাব দেন গম্ভীর। যা মোটেই ভালভাবে নেননি অস্ট্রেলিয়ান তারকা। ভারতের হেড কোচকে একহাত নিলেন।
