আজকাল ওয়েবডেস্ক: বন্ধুরা মিলে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানে মর্মান্তিক পরিণতি সকলের। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছয় পড়ুয়া। গুরুতর আহত হয়েছেন আরও এক পড়ুয়া। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে। ভোররাতে দেরাদুনে একটি গাড়ির সঙ্গে সজোরে সংঘর্ষ হয় একটি ট্রাকের। সংঘর্ষের জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। রক্তে ভেসে যায় রাস্তা। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাত পড়ুয়াকে গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ছ'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে দু'জন ছাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, পড়ুয়ারা দিল্লি ও হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন। উত্তরাখণ্ডের দেরাদুনে সকলে ঘুরতে এসেছিলেন। ভোররাতে ওএনজিসি-র অফিসের কাছে পড়ুয়া বোঝাই গাড়িটিতে সজোরে ধাক্কা মারে ট্রাক। কয়েক টুকরো হয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে ছ'জনের মৃত্যু হয়। তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরও এক পড়ুয়াকে মহন্ত ইনদ্রিশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গিয়েছিল। মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।
