সংবাদসংস্থা, মুম্বই: যে বাঁচতে শেখায়, হাসতে শেখায়, নিজেকে চিনতে শেখায়, কাছের মানুষকে উপলব্ধি করতে শেখায়- সেই-ই তো ভালবাসার মানুষ। ২০ বছর আগে তেমনই এক প্রেমিক মানুষের গল্প বলেছিলেন পরিচালক করণ জোহর। ছবির নাম "কাল হো না হো"। অভিনয়ে ছিলেন শাহরুখ খান, প্রীতি জিন্টা, ও সইফ আলি খান। আজ সেই ছবি পা রাখল ২০ বছরে। সেই উদযাপনে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন করণ।
ছবির ছোট ছোট সংলাপে ভরা একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ""এই চলচ্চিত্রটি আমার জন্য এবং সম্ভবত আপনাদের সকলের জন্য আবেগপূর্ণ। এমন দুর্দান্ত স্টারকাস্টকে একত্রিত করার জন্য হৃদয় আজও স্পন্দিত হয়। এরকম অভিনেতাদের সঙ্গে শুটিং ফ্লোরে এবং ক্যামেরার পিছনে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। "কাল হো না হো" এখনও সকলের হৃদয়ে স্পন্দিত হয়""।
এই ছবি এক অসাধারণ বার্তা দিয়েছিল। জীবনে প্রতি মুহূর্তে বাঁচা, যে কত গুরুত্বপূর্ণ সেটাই এই ছবির মাধ্যমে শিখিয়েছিলেন পরিচালক।
ছবির ছোট ছোট সংলাপে ভরা একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ""এই চলচ্চিত্রটি আমার জন্য এবং সম্ভবত আপনাদের সকলের জন্য আবেগপূর্ণ। এমন দুর্দান্ত স্টারকাস্টকে একত্রিত করার জন্য হৃদয় আজও স্পন্দিত হয়। এরকম অভিনেতাদের সঙ্গে শুটিং ফ্লোরে এবং ক্যামেরার পিছনে থাকতে পেরে আমি কৃতজ্ঞ। "কাল হো না হো" এখনও সকলের হৃদয়ে স্পন্দিত হয়""।
এই ছবি এক অসাধারণ বার্তা দিয়েছিল। জীবনে প্রতি মুহূর্তে বাঁচা, যে কত গুরুত্বপূর্ণ সেটাই এই ছবির মাধ্যমে শিখিয়েছিলেন পরিচালক।
