আজকাল ওয়েবডেস্ক: মদের আসরে যুবককে ঘুসি মেরে খুনের ঘটনায় চাঞ্চল্য নদিয়ায়। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার প্রতাপনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের মহাপ্রভু কলোনির বাসিন্দা ছিলেন গোবিন্দ দেবনাথ। সোমবার রাতে এলাকায় গুড্ডু নামে এক বন্ধুর সঙ্গে মদের আসরে ছিলেন গোবিন্দ। অভিযোগ, মদ্যপান করতে করতে দু’জনের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ, আচমকা গোবিন্দর বুকে ঘুসি মারে গুড্ডু। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান গোবিন্দ। ঘটনাস্থলে উপস্থিত বাকিরা ও পরিবারের সদস্যরা গোবিন্দকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত গুড্ডু। নবদ্বীপ থানার পুলিশ অভিযুক্তর খোঁজ চালাচ্ছে।
