আজকাল ওয়েবডেস্ক: ভারী যানবাহনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল সুপ্রিম কোর্ট। পণ্যবাহী গাড়ি চালানোর ক্ষেত্রে লাগবে না লাইসেন্স। চালকেরা ছোটো গাড়ির লাইসেন্স ব্যবহার করেই চালাতে পারবেন বড় গাড়ি। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। তবে বেঁধে দেওয়া হয়েছে ওজনের সীমা। হালকা গাড়ির বা ছোটো গাড়ির চালকেরা চালাতে পারবেন কেবলমাত্র সাড়ে সাত হাজার কেজি পর্যন্ত ওজনের পণ্যবাহী গাড়ি। এর বেশি ওজন হলে তখন নিতে হবে আলাদা করে ড্রাইভিং লাইসেন্স। 

 

 

 

বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেন। চন্দ্রচূড় ছাড়াও ছিলেন বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি পঙ্কজ মিথাল, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি পিএস নরসিমা। 

 

 

এই রায় বিমা সংস্থাগুলির জন্য চাপ তৈরি করবে। কারণ ছোট চার চাকার গাড়ি চালানোর ক্ষেত্রে বিমার টাকা পেতে সমস্যায় পড়ছিলেন গাড়ির মালিকেরা। উঠেছিল একাধিক অভিযোগ। 

 

 

এদিনের রায়দানের আগে বিচারপতি হৃষিকেশ রায় জানান, এমন কোনও ক্ষেত্রে দেখা যায়নি LMV ড্রাইভিং লাইসেন্সধারীরা দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির জন্য দায়ী। তিনিই এদিনের রায় লিখেছেন। বুধবার কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। তারা জানান, মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৮৮ সংশোধনের কাজ শুরু করেছে কেন্দ্র। তার কাজও সর্ম্পূণ প্রায়। 

 

 

এরপরই রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়, আলাদা করে কোনও লাইন্সেসের প্রয়োজন নেই। ছোট গাড়ির লাইন্সেসেই বড় গাড়ি চালাতে পারবেন গাড়ির চালকেরা।