ফাঁস নিক-প্রিয়াঙ্কার বেডরুমের ছবি! বরের সঙ্গে বিছানায় কী করতে গিয়ে ধরা পড়লেন 'দেশি গার্ল'?
নিজস্ব সংবাদদাতা
১৩ জানুয়ারি ২০২৬ ১৬ : ৩১
শেয়ার করুন
1
6
বিছানায় শুয়ে পিৎজা খাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, আর নিজের হাতে স্ত্রীকে খাইয়ে দিচ্ছেন নিক জোনাস! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দৃশ্যটি দেখে আপ্লুত নেটিজেনরা। বলিউডের ‘দেশি গার্ল’ এবং হলিউডের হার্টথ্রব নিকের এই মিষ্টি রসায়ন আরও একবার প্রমাণ করে দিল যে, কেন তাঁদের ‘পাওয়ার কাপল’ বলা হয়।
2
6
প্রিয়াঙ্কা এবং নিকের এই ঘরোয়া মুহূর্তের ছবি ও ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা বিছানায় শুয়ে আছেন। নিক অত্যন্ত যত্ন সহকারে পিৎজার টুকরো তাঁর মুখে তুলে দিচ্ছেন। সেই মুহূর্তে প্রিয়াঙ্কার চোখেমুখে যে ভালবাসার আভা ফুটে উঠেছিল, তা দেখে মুগ্ধ 'দেশি গার্ল'-এর অনুরাগীরা। প্রিয়াঙ্কা যেভাবে একদৃষ্টিতে নিকের দিকে তাকিয়ে ছিলেন, তা দেখে অনুরাগীরা বলছেন— "তারা যেন একে অপরের জন্যই তৈরি।"
3
6
এছাড়াও নিকের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের বেশকিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন প্রিয়াঙ্কা।২০১৮ সালে রাজকীয় বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা ও নিক প্রায়ই খবরের শিরোনামে থাকেন।
4
6
কখনও রেড কার্পেটে তাঁদের গ্ল্যামারাস উপস্থিতি, আবার কখনও মেয়ে মালতি মেরি জোনাসকে নিয়ে তাঁদের সুন্দর পারিবারিক মুহূর্ত— সবকিছুই ভক্তদের নজরে থাকে। তবে এবারের এই 'পিৎজা ডেট ইন বেড' যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।
5
6
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। একজন অনুরাগী লিখেছেন, "সত্যিকারের ভালবাসা বোধহয় এমনই হয়।" অন্য একজন মন্তব্য করেছেন, "নিক যেভাবে প্রিয়াঙ্কার খেয়াল রাখেন, তা সত্যিই শিক্ষণীয়।" শুধু নেটিজেনরাই নন, অভিনেত্রী দিয়া মির্জা ও বিপাশা বসুও ভালবাসায় ভরিয়েছেন নিক-প্রিয়াঙ্কাকে।
6
6
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর আন্তর্জাতিক প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ত। তবে শত ব্যস্ততার মাঝেও পরিবার এবং নিকের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটাতে তিনি ভোলেন না। অন্যদিকে নিক জোনাসও তার মিউজিক ট্যুর এবং অন্যান্য কাজ সামলে স্ত্রীর পাশে থাকার কোনও সুযোগ হাতছাড়া করেন না।