আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র সিবস। বিশেষ দিন পালিত হয় গোটা দেশজুড়ে, নানাভাবে। দিল্লিতে আয়োজন করা হয় কুচকাওয়াজের। উপস্থিত থাকেন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি-সহ বিশেষ অতিথিবৃন্দ।

 

এবার প্রজাতন্ত্র দিবস, ২০২৬। ২৬ জানুয়ারি, এবার বিশেষ আয়োজন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবন ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসে আয়োজন করছে 'অ্যাট হোম' অনুষ্ঠানের, সূত্রের খবর তেমনটাই। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উল্লিখিত, ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে ওই অনুষ্ঠান হবে। ওই আমন্ত্রণপত্রে বিশেষ কী  কী থাকছে, সেগুলি। তথ্য, আমন্ত্রণ পত্রে তুলে ধরা হয়েছে উত্তর-পূর্ব ভারতের আট রাজ্যের ঐতিহ্যকে। বিশেষ অঞ্চলের ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে আমন্ত্রণ পত্রের মাধ্যমে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রাষ্ট্রপতির বিশেষ আমন্ত্রণপত্রে, উত্তর-পূর্বাঞ্চলের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শিল্পকলা এবং কারুশিল্পের চিত্র তুলে ধরা হয়েছে।

কোন কোন রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে আমন্ত্রণপত্রে? জানা গিয়েছে, তালিকায় অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা।

ওই বাক্সটির নকশা করেছে, আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন।  

আমন্ত্রণপত্রটি গড়ে তোলা হয়েছে একটি বক্সের আদলে। যার উপরে বেইজ রঙের পটভূমিতে গাঢ় লাল রঙে রাষ্ট্রপতি ভবনের একটি এমবসড প্রিন্ট রয়েছে। বাক্সের দুই পাশে লম্বা অনুভূমিক মোটিফ রয়েছে।

সূত্রের খবর, বাইরের প্রচ্ছদে অতিথির ঠিকানা সহ একটি হস্তনির্মিত কাগজের ট্যাগ রয়েছে। 

ওই বাক্স খুললে, কাঠের স্লেটে খোদাই করা আমন্ত্রণপত্রের লেখাটি দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে ত্রিপুরার বেত এবং বাঁশের গয়না এবং গোগোনা বাঁশের বীণার মতো একটি স্মৃতিচিহ্ন রয়েছে।

নকশায় বিশেষ অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীর উপাদানগুলিও প্রতিফলিত হয়েছে। 

আমন্ত্রণপত্রে একে একে তুলে ধরা হয়েছে এমন বেশকিছু দ্রব্যাদি, যা মূলত ইতিহাসের প্রতিফলন ঘটায়। রয়েছে মণিপুরের লংপি ব্ল্যাক পটারি, মিজোরামের একটি হাতে বোনা পুয়ান চেই, নাগাল্যান্ডের বস্ত্র,