আজকাল ওয়েবডেস্ক: ঘটনাস্থল বিমানবন্দর। ওড়িশার বিমানবন্দর। সেখানেই নাকি ঘুরে বেড়াচ্ছে চিতা। আচমকা তেমনটাই দাবি করেন এক মহিলা। তারপর যা হয়, পুলিশ, বনদপ্তর মিলে একগুচ্ছ সরঞ্জাম নিয়ে এসে এলাকা তন্নতন্ন করে খোঁজ। তবে মিলল কি চিতা?
শনিবার বিমানবন্দরে এক মহিলা কর্মী দাবি করেন, ডাম্প ইয়ার্ড অংশে তিনি এক চিতাবাঘ দেখেছেন। তিনি মূলত ওই জায়গাতেই কর্মরত ছিলেন। স্বাভাবিক ভাবেই তাঁর দাবি ঘিরে তোলপাড় হয় বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমান বন্দর। খবর পেয়েই বিমানবন্দরে তল্লাশি চালাতে আসে ওড়িশা বনদপ্তর।
চিতা আতঙ্ক মোকাবিলায় তারা জাল, ফাঁদ সহ একগুচ্ছ সরঞ্জাম নিয়ে আসে । শুধু তাই নয়, চিতাকে টেনে আনতে একাধিক জায়গায় টোপ হিসেবে কয়েকটি মুরগিকে রাখা হয়েছিল। পরিকল্পনা ছিল, চিতা মুরগিকে ধরতে এলেই, তারা ধরে ফেলবেন চিতাকে। তবে চিরুনি তল্লাশি চালানোর পরেও বিমানবন্দরে কোনও চিতাকে পাওয়া যায়নি। যদিও জানা গিয়েছেন, সেখানে শৃগালের অস্তিত্বের কথা জানা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে, ২০১৯ সালে, ভুবনেশ্বর বিমানবন্দরে একটি চিতাবাঘ ধরা পড়েছিল। পরে সেটি চান্দাকা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার কথা মনে করেই আতঙ্ক বেড়েছিল বলেই মত ওয়াকিবহাল মহলের।
