আজকাল ওয়েবডেস্ক: সপ্তম যুদ্ধজাহাজ পেল ভারতীয় নৌবাহিনী। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিল সপ্তম যুদ্ধজাহাজ।
৮টি যুদ্ধ জাহাজের চুক্তি হয়েছিল ভারতীয় নৌবাহিনীর সঙ্গে গার্ডেনরিচের। যার মধ্যে সাতটি তুলে দেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীর হাতে। সপ্তম যুদ্ধ জাহাজটির নামকরণ করা হয়েছে 'অভয়'।
শুক্রবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সয়ের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কমোডর (অবসরপ্রাপ্ত) পি আর হরি, রিয়ার অ্যাডমিরাল সন্দীপ মেহতা, কমোডোর (অবসরপ্রাপ্ত) শান্তনু বসু, ভারতীয় নৌবাহিনী, গার্ডেনরিচ এবং লার্সেন অ্যান্ড টার্বর পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে হয় উদ্বোধনী অনুষ্ঠান।
পঞ্চম এবং ষষ্ঠ যুদ্ধজাহাজ তুলে দেওয়ার সাত মাসের মধ্যেই সপ্তম যুদ্ধজাহাজ 'অভয়'-কে পেল ভারতীয় নৌবাহিনী। এখনও পর্যন্ত প্রায় ১১০টি যুদ্ধজাহাজ নির্মাণ করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। ভাইস অ্যাডমিরাল পেন্ডরকর গার্ডেনরিচের অবদানকে সাধুবাদ জানিয়ে বলেছেন, 'ভারতীয় কোনও শিপইয়ার্ডের দ্বারা সরবরাহ করা সর্বাধিক যুদ্ধজাহাজ নির্মাণ করে দিয়েছে গার্ডেনরিচ।'
বর্তমানে যুদ্ধজাহাজ ছাড়াও ভারতীয় নৌবাহিনীর জন্য পি-৭ আলফা ক্লাস ফ্রিজেট, সার্ভে ভেসেল, নিউ জেনারেশন অফ শোর পেট্রলিং ভেসেল-এর মতো একাধিক জাহাজ নির্মাণের কাজ করছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ।
