আজকাল ওয়েবডেস্ক: এবার রোগী ও রোগীর পরিবারের পাশে রাজ্য সরকার। বেশিরভাগ সময়ই রোগী রেফারের ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয় পরিবারের সদস্যদের।

 

এবার সেই সমস্যা থেকে রোগী ও তাঁর পরিবারকে মুক্তি দিতে রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম সরকারি হাসপাতালগুলিতে চালু করতে হবে, জুনিয়ার চিকিৎসকদের প্রতিশ্রুতি দিয়েছিল মমতার সরকার। সেই কথা রাখল রাজ্য। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে  এই রেফারেন্স সিস্টেম চালু করা হয়েছে।  

 

প্রতিশ্রুতি মতো, মঙ্গলবার থেকে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। গোটা রাজ্যের সব সরকারি হাসপাতালগুলিতে নভেম্বর মাস থেকেই এই নতুন সিস্টেম চালু করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

 

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার হাসপাতালগুলিতে চালু হয়েছে রেফারেল সিস্টেম। কীভাবে কাজ করবে রেফারেল সিস্টেম? স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন (এইচআইএমএস) সিস্টেমের মাধ্যমে কাজ করবে এই রেফারেল সিস্টেম। উদাহরণস্বরূপ, ক্যানিং হাসপাতাল থেকে যদি কাউকে এমআর বাঙুর হাসপাতালে রেফার করা হয়, তবে ক্যানিং হাসপাতাল কর্তৃপক্ষ আগে এই সিস্টেমের মাধ্যমে বাঙ্গুর হাসপাতালকে রোগী রেফারের বিষয়য়ে অবগত করবে।

 

সেইমুহূর্তে বাঙ্গুর হাসপাতাল খতিয়ে দেখবে সেখানে বেড ফাঁকা আছে কি না, বেড ফঁাকা থাকলে তবেই ফের ক্যানিং হাসপাতালকে ইতিবাচক বার্তা পাঠাবে বাঙ্গুর। সেই বার্তা পেলে রোগীকে বাঙ্গুরে পাঠাতে পারবেন ক্যানিং হাসপাতাল কর্তৃপক্ষ।

 

যদি বাঙ্গুরে সেইসময় রোগী ভর্তির করার উপযুক্ত পরিস্থিতি না থাকে, তবে অন্য হাসপাতালের সঙ্গে এই সিস্টেমের মাধ্যমে আবারও যোগাযোগ করে তবেই রোগীকে রেফার করতে পারবে ক্যানিং হাসপাতাল।