আজকাল ওয়েবডেস্ক: এটিএম মেশিন না ভেঙেই চোরেরা নিয়ে গেল প্রায় ৯ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনে। রবিবার সকালে ইন্ডিয়ান ব্যাঙ্কের হাওড়া ময়দান শাখার ম্যানেজার জুয়েল দেবনাথ হাওড়া রেল পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেন।
 
 পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাঙ্কের এটিএম অফিসার সৈকত চট্টোপাধ্যায় হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ক্যাবওয়ের প্রবেশ পথের পাশে থাকা তাঁদের এটিএমটি ভিজিট করার বিষয়টি দেখেন। সৈকতবাবু জানিয়েছেন, এটিএম বা ভল্ট কোনও কিছুই ভাঙা ছিল না। অথচ উধাও ৯ লক্ষ পনেরো হাজার টাকা। ব্যাঙ্ক কর্তাদের অনুমান, সিকিউরিটি ‘পিন’ দিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
 
 প্রসঙ্গত, হাওড়া স্টেশনে ব্যাঙ্কের টাকা চুরির ঘটনা আগেও ঘটেছে। এবারও একই ঘটনা ঘটল। 
