আজকাল ওয়েবডেস্ক: পুজোয় যানজট এড়াতে দর্শনার্থীরা ভরসা করলেন মেট্রো রেলকেই। যার প্রমাণ এবছর পুজোয় মেট্রোর রেকর্ড সংখ্যক যাত্রী বহন। নর্থ–সাউথ এবং ইস্ট–ওয়েস্ট, দুই মেট্রোতেই উপচে পড়ল ভিড়। চতুর্থী থেকে দশমী, দুই মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৫০ লক্ষ ৫০ হাজার জন। মেট্রোর তরফে জানানো হয়েছে এবারের যাত্রী সংখ্যা গতবারের তুলনায় ১.৭৭ শতাংশ বেশি।
মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, নর্থ–সাউথ বা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পথে পুজোয় ভ্রমণ করেছেন ৪৪ লক্ষ ১৯ হাজার যাত্রী। অন্যদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ বা গ্রিন লাইন ওয়ান মেট্রো পথে ২ লক্ষ ৫৩ হাজার এবং হাওড়া থেকে এসপ্ল্যানেড বা গ্রিন লাইন টু মেট্রো পথে সফর করেছেন ৩ লক্ষ ৭৯ হাজার যাত্রী।
মেট্রো জানিয়েছে, নর্থ–সাউথ মেট্রোতে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রীর ভিড় ছিল দমদম স্টেশনে। সংখ্যার বিচারে এর পরেই ছিল কালীঘাট। দমদমে যাত্রী সংখ্যা ছিল ৪ লক্ষ ৪৩ হাজার, অন্যদিকে কালীঘাটে ছিল ৩ লক্ষ ৬১ হাজার। তৃতীয় স্থানে ছিল শোভাবাজার। চতুর্থী থেকে দশমী পর্যন্ত এই স্টেশন ব্যবহার করেছেন ৩ লক্ষ ১১ হাজার যাত্রী।
অন্যদিকে ইস্ট–ওয়েস্ট মেট্রো পথে পুজোর দিনে সবচেয়ে বেশি ভিড় হয়েছে শিয়ালদহ স্টেশনে। এই স্টেশন ব্যবহার করেছেন ১ লক্ষ যাত্রী। অন্যদিকে গ্রিন লাইন টু মেট্রো পথে সবচেয়ে বেশি ভিড় হয়েছে হাওড়া স্টেশনে। যাত্রী সংখ্যা ছিল ১ লক্ষ ৯৮ হাজার।
