আজকাল ওয়েবডেস্ক: ফের অফিস টাইমে মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। শুক্রবার নেতাজি ভবন মেট্রো স্টেশনে বিকেল ৫টা ১৭ মিনিটে এক যাত্রী চলন্ত আপ মেট্রোর সামনে ঝাঁপ দেন বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করা হয়।
ঘটনার পরপরই তাকে উদ্ধারের জন্য মেট্রো লাইনে পাওয়ার ব্লক নেওয়া হয়। এর ফলে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে উদ্ধারকাজ চালানো হয়। এখনও পর্যন্ত ওই যাত্রী কেমন আছেন তার জানা যায়নি।
এই ঘটনার জেরে মেট্রো পরিষেবা বেশ খানিকটা বিঘ্নিত হয়েছে। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম—এই দুটি অংশে উভয় দিকেই পরিষেবা চালু ছিল। মাঝের অংশে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ফলে অফিস ফেরত যাত্রীদের ভোগান্তি বাড়ে এবং স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় জমতে শুরু করে। পরে সন্ধে ছটার পর পরিষেবা ফের স্বাভাবিক হয়।
এই ধরনের ঘটনা ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। বিশেষজ্ঞদের মতে, স্টেশন প্ল্যাটফর্মে নজরদারি আরও বাড়ানো, সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে কাউন্সেলিং ব্যবস্থার মতো উদ্যোগ ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার মেট্রোতে আত্মহত্যার ঘটনা হয়েছে। সেবারেও মেট্রোর কর্তৃপক্ষ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে প্রতিবারই হার মেনেছে মেট্রো। যাত্রীরা যদি সচেতন না হয় তাহলে এই ধরণের ঘটনা রোখা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
