২০২৫ সাল বহু বলিউড দম্পতির জীবনে বিশেষ বছর ছিল। চলতি বছরে বি-টাউনের বেশ কয়েকজন তারকার জীবনে এসেছে নতুন সদস্য। বাবা–মা হয়েছেন তাঁরা। যা নিয়ে বছরভর অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে।
2
7
সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের কয়েক বছর পর এই তারকা দম্পতির জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান। সুখবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় শুভেচ্ছার বন্যা।
3
7
এরপরেই আসে আরেক জনপ্রিয় জুটি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা-র সুখবর। ২০২৫ সালে বাবা–মা হন তাঁরা। কিয়ারা একাধিকবার জানিয়েছেন, মাতৃত্ব তাঁর জীবন পুরোপুরি বদলে দিয়েছে। কাজের ফাঁকে সন্তানকে সময় দেওয়াই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিদ্ধার্থও একজন দায়িত্বশীল বাবা হিসেবে নতুন অধ্যায় উপভোগ করছেন।
4
7
এবছর বাবা–মা হয়েছেন আথিয়া শেট্টি ও ক্রিকেটার কে. এল. রাহুল। তাঁদের কন্যা সন্তান জন্মানোর খবরে খুশি হয়েছেন অনুরাগীরা। শান্ত স্বভাবের এই দম্পতি পরিবার নিয়ে নতুন জীবন শুরু করেছেন।
5
7
রাজনীতি ও বিনোদন জগতের জনপ্রিয় জুটি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা-ও ২০২৫ সালে বাবা–মা হন। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়ার বার্তা দিয়েছেন পরিণীতি।
6
7
২০২৫ সালে বলিউডের অন্যতম প্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও এবং পত্রলেখা তাঁদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। গত ১৫ নভেম্বর তাঁদের কোল আলো করে এসেছে কন্যা সন্তান।
7
7
চলতি বছরে বাবা-মা হয়েছেন আরবাজ খান ও শুরা খান। গত ৫ অক্টোবর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা। দ্বিতীয় বিয়ের ২ বছর পূর্ণ হওয়ার আগেই ফের পিতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেতা।