কেউ রাজি ছিলেন না! মাত্র ১ টাকা পারিশ্রমিকে গোটা একটি ছবি করেন সলমন, কোনটি জানেন
নিজস্ব সংবাদদাতা
২৭ ডিসেম্বর ২০২৫ ১৬ : ৫৩
শেয়ার করুন
1
6
বলিউড সুপারস্টার সলমন খান ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম। বর্তমানে একটি ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১০০ কোটি টাকারও বেশি। কিন্তু কেরিয়ারের শীর্ষে পৌঁছনোর পরেও একবার তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, যা আজও বলিউডে বিরল দৃষ্টান্ত হিসাবেই বিবেচিত হয়। মাত্র ১ টাকার বিনিময়ে একটি ছবিতে অভিনয় করেছিলেন সলমন। যে চরিত্রটি তৎকালীন সময়ে প্রায় গোটা ইন্ডাস্ট্রিই প্রত্যাখ্যান করেছিল। ২৭ ডিসেম্বর তাঁর ৬০তম জন্মদিনে সেই ঘটনাই নতুন করে আলোচনায়।
2
6
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফির মিলেঙ্গে’ তে সলমন অভিনয় করেছিলেন মাত্র এক টাকা পারিশ্রমিকে। এই তথ্য ২০২৪ সালে ছবির প্রযোজক শৈলেন্দ্র সিং প্রকাশ্যে আনেন। যখন বড় তারকারা সংবেদনশীল বিষয় থেকে দূরে থাকতেই স্বচ্ছন্দ ছিলেন, তখন ‘ফির মিলেঙ্গে ’ ছবির মূল চরিত্র ছিল এইচআইভি/এইডস আক্রান্ত এক যুবক। কোনও নায়কোচিত গ্ল্যামার নেই, বাণিজ্যিক সাফল্যের নিশ্চয়তা নেই। বরং ছবির শেষে চরিত্রটির মৃত্যু। সলমন ছবিতে রোহিত নামের সেই চরিত্রে অভিনয় করেন, যে এইচআইভি আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারায়।
3
6
একটি সাক্ষাৎকারে পরিচালক শৈলেন্দ্র সিং বলেন, “সলমন আমার একটি ছবির জন্য মাত্র ১ টাকা নিয়েছিলেন। ছবির ক্লাইম্যাক্সে তাঁর চরিত্রের মৃত্যু হয়। এইডস নিয়ে গোটা দেশের মানুষের মধ্যে, বিশেষ করে যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল ছবির মূল উদ্দেশ্য। তখন বুঝেছিলাম, সিনেমা শুধু বিনোদন নয়। এটা সমাজের দর্পণ। তখনও আর আজও বলিউডের সবচেয়ে বড় যুব আইকন সলমন খানই।”
4
6
তিনি আরও জানান, “ভাবুন তো, ভারতের র্যাম্বো, টার্মিনেটর, সুপারম্যান হিসেবে পরিচিত একজন তারকাকে এমন একটি ছবিতে রাজি করানো কতটা কঠিন ছিল! ছবির গল্পে নায়ক এইচআইভি আক্রান্ত হয়ে শেষে মারা যায়। গোটা ইন্ডাস্ট্রি এই গল্পে না বলেছিল। তখনই আমি সলমন খানের কাছে যাই। তাঁর ভক্তরা খুশি না হলেও, ছবির বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। ছবিটি শুধু প্রেক্ষাগৃহেই নয়, টেলিভিশন, স্যাটেলাইট ও কেবল মারফতও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।”
5
6
রেবতী পরিচালিত এবং মুকেশ উদেশি ও শৈলেন্দ্র সিং প্রযোজিত ‘ফির মিলেঙ্গে’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন শিল্পা শেট্টি ও অভিষেক বচ্চনও। বক্স অফিসে যদিও ছবিটি সফল হয়নি। ৫.৫০ কোটি টাকার বাজেটের বিপরীতে আয় ছিল মাত্র ৫.৪৩ কোটি টাকা। তবু সামাজিক প্রভাবের দিক থেকে ছবিটি আজও স্মরণীয়।
6
6
সলমনকে পরবর্তী বার দেখা যাবে ব্যাটল অব গালওয়ান ছবিতে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবি ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত-চিন সেনা সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি। ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।