আজকাল ওয়েবডেস্ক: চলে গেলেন প্রাক্তন ফুটবলার সুখেন দে। অকালেই না ফেরার দেশে চলে গেলেন মোহনবাগানের প্রাক্তন ডিফেন্ডার। বয়স হয়েছিল মাত্র ৩৫। রেলকর্মী ছিলেন। শুক্রবার রেলের অফিসে কাজ করাকালীন হৃদরোগে আক্রান্ত হন। ম্যাসিভ হার্ট অ্যাটাক। কয়েকদিন পর, ১ জানুয়ারি জন্মদিন সুখেনের। ৩৬ বছরে পা দিতেন। কিন্তু তার আগেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। 

মোহনবাগানের ২০১৪-১৫ আই লিগ জয়ের অন্যতম কান্ডারী ছিলেন। বারাসতে‌ স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ খেলেছিলেন। স্পোর্টিংয়ের জার্সিতে তখন খেলেন ওডাফা ওকোলি। সেই সময় তুখোড় ফর্মে কিং কোবরা। তাঁকে আটকাতে হিমশিম খায় বিদেশি ডিফেন্ডাররা। কিন্তু নাইজেরীয় স্ট্রাইকারের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স ছিল সুখেনের। সেই ম্যাচ জিততে না পারলে, সেবার হয়ত মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হতে পারত না। ছোটখাট চেহারা হলেও, আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন। বেশ কয়েকটি ম্যাচে সবুজ মেরুনের রক্ষণ সামলান। সদা হাস্যময় ছিলেন। মোহনবাগানের পর ইউনাইটেড স্পোর্টসে যোগ দেন। তাঁদের হয়ে গোলও রয়েছে। সুখেনের অকাল প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে।‌ বিশ্বাসই করতে পারছে না তাঁর একসময়ের সতীর্থরা।‌